অভিনেতা সুমন দে-কে নায়ক হিসাবে দেখতেই অভ্যস্ত দর্শক। তবে মুখ্য চরিত্রের পাশাপাশি অনেক ধারাবাহিকে পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘নকশী কাঁথা’ ধারাবাহিকের পর অনেক কাহিনিতে অভিনয় করলেও তাঁর চরিত্র নিয়ে যে খুব বেশি আলোচনা হয়েছে তা নয়। প্রতিযোগিতায় কি তা হলে পিছিয়ে পড়েছেন বলে মনে হয় সুমনের?
অভিনেতা একেবারেই সে কথা মানতে নারাজ। কারণ, শিল্পী হিসাবে শুধুই যে মুখ্য চরিত্রে অভিনয় করবেন, সে রকম কোনও লক্ষ্য নেই তাঁর। সুমন বললেন, “ভাল চরিত্রে অভিনয় করতে আগ্রহী আমি। অনেক ধারাবাহিক শুরু হওয়ার প্রায় তিন-চার মাস পরে যোগ দিয়েছি আমি। কিন্তু দর্শকের ভালবাসায় কখনও ভাটা পড়েনি। গত কয়েক বছরে ধারাবাহিকের গল্পে অনেকটাই পরিবর্তন এসেছে। তাই শুধুই মুখ্য চরিত্রে অভিনয় করব, এ কথা ধরে বসে থাকার মানে বোকামি।” তাই কর্মক্ষেত্রে তাঁর গতি ধীর হয়েছে বলে মনে করেন না সুমন।
ইদানীং ছোটপর্দায় গল্প বলার ধরন বদলেছে। খুব অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি। এক সময় যে কোনও ধারাবাহিক সম্প্রচারিত হত অন্তত এক বছর ধরে। সেখানে এখন তিন মাসেই শেষ হয়ে যাচ্ছে অনেক কাহিনি। তাই সেই হিসাবে সুমন নিজের অভিনয়-যাত্রা নিয়ে খুবই খুশি। উল্লেখ্য, এখন তাঁকে দেখা যাচ্ছে ‘চিরসখা’ ধারাবাহিকে।