কয়েক সপ্তাহ আগেও টিআরপি তালিকায় প্রথম স্থানে দেখা গিয়েছিল ‘পরিণীতা’ ধারাবাহিকের নাম। কিন্তু দু’সপ্তাহে সেই নম্বর অনেকটাই কমেছে। যদিও রায়ান-পারুল জুটিকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই নতুন জুটি দর্শকের নজরও কাড়ে। শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই তালিকায় প্রথম স্থানে দেখা যায় এই কাহিনি। এখন নম্বর কমায় কী প্রতিক্রিয়া নায়কের?
অনেক অভিনেতাই বলেন, টিআরপি তাঁদের উপর খুব বেশি প্রভাব ফেলতে পারে না। তাঁরা খুব বেশি চিন্তা করেন না। আবার টেলিপাড়ার প্রযোজক, চিত্রনাট্যকারদের মতে, চিত্রনাট্য লেখার সময়ও ব্যবসার কথা মাথায় রাখতে হয় তাঁদের। অভিনেতা উদয় প্রতাপ সিংহেরও কি একই মত?
তাঁকে দর্শক দেখছে রায়ানের চরিত্রে। অভিনেতা বললেন, “একেবারেই যে টিআরপির কথা মাথায় থাকে না, সেটা নয়। অভিনয় করতে গেলে অবশ্যই তখন এত কিছু মাথায় ঘোরে না। তবে ব্যবসার কথা ভাবতেই হবে। কারণ, টিআরপি না থাকলে শো চলবে না। তবে এটাও ঠিক, সবসময় পরিস্থিতি এক থাকে না। আজ আমরা এগিয়ে তো কাল অন্যরা। আজ তিন নম্বরে আছি। আবার আগামী সপ্তাহে এগিয়ে যাব। এটাই নিয়ম।” টিআরপি একটু কমলেও তা নিয়ে ভাবতে রাজি নন উদয়। এই মুহূর্তে আলোচনায় নায়কের ব্যক্তিগত জীবনও। যদিও স্ত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে যা রটছে তা ভুল বলেই জানিয়েছেন অভিনেতা।