Advertisement
E-Paper

বড়পর্দায় ‘কাতুকুতু বুড়ো’! মা-বাবার মতোই পরিচালনায় উজান, ছবিতে রাপূর্ণা ছাড়া আর কারা?

কৌশিক জানিয়েছেন, তাঁদের পারিবারিক ইতিবৃত্ত বুঝি সম্পূর্ণ হতে চলেছে। কী ভাবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০
উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় রাপূর্ণা ভট্টাচার্য।

উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় রাপূর্ণা ভট্টাচার্য। ছবি: ফেসবুক।

দুটো প্রশ্ন আপাতত টলিউডের অন্দরে ঘুরছে। এক, কোনও পরিবারের তিন সদস্যই চিত্রনাট্যকার-পরিচালক-অভিনেতা। এই পারস্পরিক সাদৃশ্য সদস্যদের উপরে কী রকম প্রভাব ফেলে? দুই, এখন কি সুকুমার রায় ‘ট্রেন্ডিং’?

এরকম চর্চার কারণ কী? টলিপাড়ার খবর, মা-বাবার ধারা ধরে রেখে চিত্রনাট্য রচনা, অভিনয়ের পর পরিচালনায় হাত রাখতে চলেছেন উজান গঙ্গোপাধ্যায়। তাঁর ছবির নাম ‘কাতুকুতু বুড়ো’। যদিও খবর, নাম ছাড়া আর কোথাও, কোনও ভাবে ছবিতে সুকুমার রায় থাকবেন না। কৌতুকে মো়ড়া ঝকঝকে প্রেমের ছবি বানাতে চলেছেন চূর্ণী-কৌশিক গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান। পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করবেন। ছবির নায়িকা-গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য। রাপূর্ণা এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’ ছবিতে গান গেয়েছেন। প্রযোজনায় এসভিএফ।

প্রসঙ্গত, এ বছর মুক্তি পাওয়া একাধিক ছবিতে সুকুমার রায় কোনও না কোনও ভাবে উপস্থিত। যেমন, সায়ন্তন ঘোষালের ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবিতে খুনি একের পর এক খুন করেছেন সুকুমার রায়ের চরিত্রদের সামনে রেখে। আবার কৌশিকের ‘ধূমকেতু’ ছবিতেও দেব এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে সাহিত্যিকের কবিতার পংক্তি আবৃত্তি করতে শোনা গিয়েছে। এ বছর সাহিত্যিকের প্রয়াণের ১০২ বছর। উজান কি সেই জন্যই এই নাম বেছে নিলেন? প্রশ্ন নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। নব্য পরিচালক ফোনে সাড়া দেননি। তবে জানা গিয়েছে, তিনি নাকি ছবির শুটিংস্থল খুঁজতে ব্যস্ত। এও শোনা যাচ্ছে, ছবিতে ছেলের পরিচালনায় নাকি অভিনয় করতে পারেন চূর্ণী।

উজান বা চূর্ণীকে পাওয়া না গেলেও কথা বলেছেন কৌশিক। তাঁর কাছে করা হয়েছিল একই প্রশ্ন -- তিন জন একই পেশায় থাকলে কী রকম প্রভাব পড়ে? 'অর্ধাঙ্গিনী'র পরিচালক বলেছেন, “সবটাই ইতিবাচক। কোনও নেতিবাচক প্রভাব পরিবারে পড়ে না। তিন জন একই পেশায় যুক্ত থাকা মানে পরস্পরের দিকে প্রয়োজনে-অপ্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যেটা আমরা হামেশাই করে থাকি।” কোনও বিতর্ক বা বিতণ্ডা জন্ম নেয় না? “কোনও ভাবেই না”, দাবি কৌশিকের। তাঁর মতে, গঙ্গোপাধ্যায় পরিবার এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয়।

‘অভিনেতা’ উজানের যাত্রা শুরু ২০১৮ সালে, ‘রসগোল্লা’ ছবি দিয়ে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায়, পাভেলের পরিচালনায় তিনি নবীনচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন। এ ছাড়া, তিনি কৌশিকের ‘নগর কীর্তন’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন। বড়পর্দায় তাঁকে দেখা গিয়েছে পরিচালক বাবার ছবি ‘লক্ষ্মী ছেলে’তে। বিনোদনদুনিয়ার প্রতি আকর্ষণ থাকলেও উজান পড়াশোনা শেষ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।

Katukutu Buro Ujaan Ganguly Kaushik Ganguly Churni Ganguly Rapurna Bhattacharyya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy