‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘পিঙ্ক’-এর পর এ বার ‘অক্টোবর’-এর পালা। হ্যাঁ, পরিচালক সুজিত সরকারের পরবর্তী ছবির নাম ‘অক্টোবর’। নাম অক্টোবর হলেও, ছবি রিলিজের দিন এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকে। সম্প্রতি বরুণই আবার পরিচয় করিয়েছেন 'অক্টোবর'-এর নারী চরিত্রের সঙ্গে। কিন্তু কে এই রহস্যময়ী?
আরও পড়ুন, বলি সেলেবদের টেলি দুনিয়া খ্যাত ভাইবোনেদের চেনেন?
আরও পড়ুন, ‘কফি উইথ কর্ণ’-এ বলি সেলেবদের বিস্ফোরক কিছু স্বীকারোক্তি