করোনার আতঙ্ক এবং বয়সের বাধা দুই পেরিয়েই কাজ করতে চেয়েছিলেন তাঁরা। কেউ কেউ কাজ শুরুও করে দিয়েছিলেন। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড-১৯ পজ়িটিভ আসা ফের আতঙ্কে ফেলে দিয়েছে প্রবীণ অভিনেতাদের।
দীপঙ্কর দে এবং সৌমিত্রকে একই চিকিৎসক দেখেন। ‘‘আমার চিকিৎসকই ফোন করে জানালেন, এখন কাজ করা কতটা ঝুঁকির। দু’দিন হল শুট শুরু করেছিলাম। আমিও দোলাচলে ভুগছি কিন্তু কমিটমেন্টের কথাও ভাবছি,’’ বললেন দীপঙ্কর। সাবিত্রী চট্টোপাধ্যায় যেমন মাসছয়েক ধরে বাড়িতেই রয়েছেন। জানালেন, নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুটিংয়ে ফেরার ইচ্ছে রয়েছে। তবে সৌমিত্রর করোনার খবরে একটু আতঙ্কিতও তিনি। বললেন, ‘‘উনি বড্ড ঝুঁকি নেন। আর কিছু দিন পরে কাজ শুরু করতে পারতেন। সকলেরই টাকার প্রয়োজন, কিন্তু এই পরিস্থিতি তো আগে হয়নি। তাই বুঝেশুনে কাজ করাই ভাল। বাড়ি বসে একটা শর্ট ফিল্ম শুট করলাম। হয়তো সে রকমই টুকটাক কাজ করব।’’
এ দিকে মাধবী মুখোপাধ্যায় গত ছ’মাস বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বার হননি। স্বামী অসুস্থ, তাঁকে হাসপাতালে ভর্তি করানো থেকে চিকিৎসা নানাবিধ কাজেই তিনি ব্যস্ত। করোনার পরিস্থিতিতে যে তিনি কাজে ফিরতে ভয় পাচ্ছেন, সে কথা স্পষ্ট করেই জানালেন মাধবী। গত মার্চ মাসে শেষ কাজ করেছিলেন পরান বন্দ্যোপাধ্যায়।