অভিনেত্রী অহনা দত্তকে দর্শক এখন দেখছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। বেশ অনেক দিনের বিরতির পরে আবার অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী। নেতিবাচক চরিত্রের মাধ্যমে টলিপাড়ায় তাঁর যাত্রা শুরু। তার পরে বড়পর্দায় অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রেই। নতুন ধারাবাহিকে তিনি আদ্যোপান্ত নতুন ভাবে ধরা দিচ্ছেন। বাড়িতে সদ্যোজাত। কী ভাবে সামলাচ্ছেন সবটা?
মেয়ে মীরার বয়স এখনও ছ’মাস হয়নি। এ দিকে ১৪ ঘণ্টা শুটিংয়ের চাপ। অভিনেত্রী জানালেন, এখন যেহেতু তিনি শুটিং নিয়ে ব্যস্ত, তাই স্বামী দীপঙ্কর রায়ের কাঁধেই এখন মেয়ের সব দায়িত্ব। এত দিন স্তন্যপানই করত মীরা। অহনা বললেন, “আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম। উনি যেমনটা বলেছিলেন, তেমন ভাবেই করছি। মা দূরে থাকলে কী ভাবে বাচ্চাকে খাওয়াতে হবে, কোন ‘ফর্মুলা দুধ’ খেলে ওর পক্ষে ভাল, সবটাই চিকিৎসকের পরামর্শ মতো করছি। মা-বাবা দু’জনকেই না পেলে মুশকিল। তাই দীপঙ্করকে বলেছি এখন কিছু দিন বাড়িতে থাকতে।”
সাধারণত একটানা নেতিবাচক চরিত্রে যাঁরা অভিনয় করেন, তাঁদের নতুন কাজেও খলচরিত্রেই মূলত দেখা যায়। যদিও অহনার ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। এ প্রসঙ্গে অহনা বললেন, “আমার কাছে একটানা খলচরিত্রে অভিনয় করাটা অসুবিধার নয়। কিন্তু চরিত্রের গড়নও যদি এক ধরনের হয়, তখন সেটা অসুবিধার।” এই ধারাবাহিকে নিজের চরিত্র, লুক— সব কিছু নিয়ে খুবই তৃপ্ত অহনা। কাজের ফাঁকে মাঝে মাঝে ‘ভিডিয়ো কল’-এর মাধ্যমে মেয়েকে দেখে নেন তিনি।