চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু তাতেও কোনও বিরক্তি নেই। মাথায় ছাতা নিয়ে হাসিমুখে চণ্ডীপাঠে নিজেকে ডুবিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এমনই একটি ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একেবারে সাবেকি সাজে ধরা দেন অপরাজিতা। সঙ্গে পরেছিলেন মানানসই সোনার গয়না।
অপরাজিতার চণ্ডীপাঠের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। অভিনেত্রী লেখেন, “বৃষ্টিভেজা পথে, পুজোর প্রার্থনায় মন ভেসে যায়। অষ্টমীর সকালে, মাথায় ছাতা, মনে ভক্তি।” তিনি আরও যোগ করেন, “জগৎ ত্রাণিনী জননী, চণ্ডিকা মহাশক্তি। অসুর নাশিনী দ্যুতি, ভক্তহৃদয় রক্ষা করি। জয় জগৎ জননী, জয় চণ্ডিকা দুর্গতি হারিণী।” প্রতিবছরই চণ্ডীপাঠ করেন অভিনেত্রী।
আরও পড়ুন:
অপরাজিতা পুজোর পরকিল্পনা প্রসঙ্গে এক বার বলেছিলেন, “পুজোর ক’দিন নবরাত্রি পালন করি। তাই সারা বছর রান্না করলেও, পুজোর সময় হেঁশেলে ঢোকার সময় হয় না। মহালয়া থেকে নবমী পর্যন্ত রোজ চণ্ডীপাঠ করি। নবমীতে চণ্ডীপাঠ শেষ করে হোম হয় বাড়িতে। ওই সময় হেঁশেলের দায়িত্ব সামলান শাশুড়িমা। তিনি আমার কাছে দশভুজা।” পুজোর ক’টা দিন একেবারে ঘরবন্দি হয়ে কাটাতেই ভালবাসেন অপরাজিতা। একান্নবর্তী পরিবারে সকলের সঙ্গে সময় কাটানোর আদর্শ সময়টি তিনি মিস্ করতে চান না। সঙ্গে পুজোপাঠ আর খাওয়াদাওয়া।