একাধিক বার যৌন হেনস্থার শিকার হয়েছেন ডেজ়ী শাহ। আজও সেই ভয়াবহ অভিজ্ঞতা তাঁকে তাড়া করে বেড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। মুম্বইয়ের কাছেই ডোম্বিবলী শহরে জন্ম ডেজ়ীর। রাস্তায় প্রকাশ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আর এক বার জয়পুরে একটি ছবির শুটিং-এর সময়ে যৌন হেনস্থার শিকার হন ডেজ়ী।
মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। যুগের পর যুগ ধরে এই আলোচনা চলে আসছে। কিন্তু আজও এই সমস্যার সমাধান হয়নি। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে ডেজ়ী বলেন, “ডোম্বিবলীর রাস্তা দিয়ে আমি এক দিন হেঁটে যাচ্ছিলাম। এক ব্যক্তি আমার পিছন পিছন হাঁটছিলেন। রাস্তায় লোকজনও ছিল। কিন্তু হঠাৎ খুব খারাপ ভাবে স্পর্শ করতে শুরু করেন তিনি আমাকে। আমি পিছন ফিরে লোকটাকে ধরব বলেও প্রস্তুত ছিলাম। কিন্তু পিছন ফিরে দেখি একাধিক ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে কে আমাকে স্পর্শ করেছিল, সেই দিন আমি বুঝতে পারিনি। ভিড়ের মাঝে সেই হেনস্থাকারী মিশে গিয়েছিল।”
হেনস্থাকারীকে পাল্টা জবাব দিতে না পারায় ভেঙে পড়েছিলেন ডেজ়ী। বহু দিন এই চিন্তা তাঁকে তাড়া করে বেড়িয়েছিল। তাই জয়পুরের হেনস্থাকারীকে তিনি ছেড়ে কথা বলেননি। ডেজ়ী বলেন, “জয়পুরের হাভেলিতে একটি গানের শুটিং করছিলাম। খুব বিখ্যাত জায়গা এটি। পর্যটকেরা আসেন। জায়গাটিতে প্রবেশ ও প্রস্থানের মাত্র দু’টি দরজা ছিল। প্রায় ৫০০ মানুষ ছিলেন সেখানে। তার মধ্যে ২০০ জনই নৃত্যশিল্পী। শুটিং শেষ হওয়ামাত্রই সকলে হুড়োহুড়ি করে বেরোতে থাকেন। তখনই কেউ এসে আমার নিতম্বে খুব খারাপ ভাবে স্পর্শ করে।”
ঘটনার ভয়াবহতার বিবরণ দিয়েছেন তিনি। ওই অচেনা হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে রেগে গিয়েছিলেন ডেজ়ী। পিছন ফিরে আর দেখতে যাননি, ঠিক কে তাঁকে স্পর্শ করেছেন। সাত- পাঁচ না ভেবেই তাই পিছনের লোকজনকে মারতে শুরু করেছিলেন অভিনেত্রী। মাথা ঠিক রাখতে পারেননি সে দিন। এই ঘটনার ফলস্বরূপ এক স্থানীয় ব্যক্তি তাঁকে এসে হুমকি দিয়েছিলেন। তবে ডেজ়ী তাতে কর্ণপাত করেননি।