দিন কয়েক আগে নিজেদের নতুন ব্যবসা শুরু করেছেন অভিনেতা সোমরাজ মাইতি এবং তাঁর প্রেমিকা আয়ুষী তালুকদার। তারও কিছু দিন আগে পোশাকের ব্যবসা শুরু করেন অভিনেত্রী তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। এ বার সেই তালিকায় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। নিজস্ব শাড়ির ব্যবসা শুরু করলেন তিনি। তাঁর শাড়ির ব্র্যান্ডের নাম ‘ইন্দিরা’— মায়ের নামেই শুরু করলেন নতুন ব্যবসা। বর্তমানে টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীই নিজের ব্যবসা শুরু করেছেন। কেউ রেস্তরাঁ খুলেছেন। কারও আবার রয়েছে জিম। আর পোশাকের ব্যবসা তো রয়েছেই। অনেক দিন ধরেই এই ভাবনাচিন্তা ছিল তাঁর। অবশেষে স্বপ্ন সত্যি হল।
আরও পড়ুন:
আনন্দবাজার ডট কমকে দেবচন্দ্রিমা বললেন, “আমার রক্তে ব্যবসা। বাবা ব্যবসায়ী ছিলেন। ঠাকুরদারও ব্যবসা ছিল। সুতরাং এই বিষয়টা আমি বুঝি।” শাড়ি পরতে খুব ভালবাসেন অভিনেত্রী দেবচন্দ্রিমা। তা নিয়ে পড়াশোনাও রয়েছে। তাই এই ব্যবসা শুরু করা। অভিনেত্রী যোগ করেন, “আমাদের পরিবার মহিলাকেন্দ্রিক। তাই এই নতুন ব্যবসার সঙ্গে মা, দিদি সবাই যুক্ত। আমি তো ‘ট্যাগলাইন’ও ভেবে ফেলেছি ‘আমরা নারী, আমরা চাইলে সব পারি’। ইতিমধ্যেই অনেকে কাজ শুরু করেছেন আমাদের সঙ্গে।”
অভিনয় পেশায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই দ্বিতীয় পরিকল্পনা হিসাবে কি ব্যবসা বেছে নিয়েছেন অভিনেত্রী? দেবচন্দ্রিমা বলেন, “না, ব্যবসা কখনও আমার ‘ব্যাক-আপ প্ল্যান’ ছিল না। আমি একসঙ্গে অনেক কাজ করতে পারি। তাই এটাও ভাল ভাবে করতে পারব আশা করছি।”
অনেক দিন বাংলা ধারাবাহিকে দেখা যায়নি দেবচন্দ্রিমাকে। নায়িকা জানিয়েছেন, হিন্দি ধারাবাহিকের কথাবার্তা এগিয়েছে। তবে এখনই তিনি কিছু শুরু করবেন না। যা হবে দুর্গাপুজোর পরে। আপাতত তিনি নিজের ব্যবসার কাজেই মন দিতে চান।