সদ্য প্রকাশ্যে এসেছে জাহ্নবী কপূর এবং সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ‘পরমসুন্দরী’ ছবির প্রথম ঝলক। ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিয়োয় স্পষ্ট, দিল্লির ছেলে আর দক্ষিণী মেয়ের মাখোমাখো প্রেম , সঙ্গে ফুটে উঠছে উভয়ের সাংস্কৃতিক ব্যবধান। মালয়লম পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে। নায়িকাকে এক ঝলক দেখে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
মালয়লম অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী পবিত্র মেনন প্রকাশ্যে উগরে দিয়েছেন তাঁর বিরক্তি। রাগের বশে তিনি বলেন, “কোনও আঞ্চলিক ভাষার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে গেলে সেই অঞ্চলের অভিনেতাদের নিয়ে কাজ করা উচিত। মুম্বইয়ের অনেক ছবিতে বলিউড তারকাদের দক্ষিণী চরিত্র অভিনয় করতে দেখা যায়, কিন্তু তা খুবই জঘন্য ভাবে ফুটিয়ে তোলা হয়। এই ছবিতেও ঠিক একই বিষয় ঘটেছে।” মাত্র কয়েক ঝলকে জাহ্নবীর চরিত্রায়ন মোটেই পছন্দ হয়নি তাঁর। তবে এই ভিডিয়ো পোস্ট করার কিছু ক্ষণের মধ্যে তা মুছে দেন পবিত্র।
আরও পড়ুন:
বার বার প্রথম ঝলকের ভিডিয়ো চালিয়ে তিনি বলেন, “হিন্দি টানেই মালয়লি সংলাপ বলেছেন জাহ্নবী। আমাদের মতো দক্ষিণী অভিনেতাদের নিতে পরিচালকদের কী সমস্যা হয় জানি না। আমাদের কি প্রতিভা নেই?” জাহ্নবী এবং সিদ্ধার্থ জুটির এই ছবি মুক্তি পাবে ২৯ অগস্ট। ছবি মুক্তির এক মাস আগে থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছে। মে মাসের শেষে আচমকাই ফাঁস হয়ে যায় এই ছবির কিছু ঝলক। তা নিয়ে আলোচনাও হয়েছিল। তবে নতুন জুটি প্রশংসিত হয়েছে দর্শক মহলে। মালয়লম অভিনেত্রী পবিত্রর অভিযোগ প্রসঙ্গে জাহ্নবী বা ছবির অন্যান্য সদস্যরা এখনও কোনও মন্তব্য করেননি।