অভিনেত্রী জ্যাসমিন রায়কে একাধিক চরিত্রে দেখেছে দর্শক। কখনও ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। কখনও আবার দাপুটে খলনায়িকার চরিত্রে। ইদানীং অবশ্য অনেকেরই প্রশ্ন, কেন তাঁকে এত কম দেখা যাচ্ছে পর্দায়। তবে এখন তিনি দুষ্টু চরিত্রেই অভিনয় করছেন। ‘রূপমতী’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে জ্যাসমিনকে। একটানা খলনায়িকার চরিত্রে অভিনয় কি একঘেয়ে লাগে না অভিনেত্রীর?
বহু অভিনেত্রীই খলচরিত্রে অভিনয় করতে ভালবাসেন। এ কথা আগেও অনেক শিল্পী বলেছেন। জ্যাসমিনের মতে, খলচরিত্রে অভিনয়ের অনেক ধরনের স্বাদ থাকে, যা ইতিবাচক চরিত্রে সে ভাবে দেখা যায় না। অভিনেত্রী বলেন, “ভাল মানুষ তো সবসময়েই ভাল থাকে যে কোনও পরিস্থিতিতে। সেখানে নেতিবাচক চরিত্রের স্বাদ ভিন্ন ধরনের হয়। কখনও আবার মনে হয় চরিত্রগুলো ভাল হয়ে গিয়েছে।”
শিল্পীদের একাংশের অভিযোগ, কোনও এক চরিত্রে যদি কেউ সফল হয় তখন সেই অভিনেতার কাছে একই ধরনের চরিত্রের সুযোগ আসতে থাকে। জ্যাসমিনের ক্ষেত্রেও কি তাই হয়েছে? অভিনেত্রী যোগ করেন, “আমি দুষ্টু চরিত্রে অভিনয় করতে ভালবাসি। তাই আমার কাছে মনে হয় না একঘেয়ে কিছু। তাই নেতিবাচক চরিত্রের সুযোগ এলেই তা লুফে নিই। হাতছাড়া করতে চাই না।” খলচরিত্রে অভিনয় করে খুবই খুশি জ্যাসমিন।