Advertisement
E-Paper

বাথটবে শুয়ে ছবি দিয়ে ট্রোলড হলেন করিশ্মা

পোশাকের কারণে সোশ্যাল ওয়ালে ট্রোলিং নতুন নয়। দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, ফতিমা সানা শেখ— তালিকাটা লম্বা। অভিনেত্রীরা বারবার প্রশ্ন তুলেছেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা তো প্রত্যেকেরই রয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৮:৩২
করিশ্মা তান্না। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

করিশ্মা তান্না। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

করিশ্মা তান্নাকে চেনেন? একতা কপূরের ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ দিয়ে তাঁর কেরিয়ার শুরু। টেলিভিশনে তুমুল জনপ্রিয় সেই ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। কয়েক মাস আগে ‘সঞ্জু’ ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছিল। সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এ বার ট্রোলিংয়ের শিকার হলেন।

সম্প্রতি বাথটবে শুয়ে থাকা একটি ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন করিশ্মা। তিনি লিখেছেন, ‘কী ক্যাপশন হবে বুঝতে পারছি না। সাহায্য করবেন?’ কালো পোশাকে বেশ অন্যরকম দেখাচ্ছে তাঁকে। কিন্তু ওই পোশাকের কারণেই ট্রোলড হতে হয়েছে তাঁকে।

কেউ ক্যাপশন সাজেশন দিয়েছেন, ‘যখন আপনার স্নান করতে ইচ্ছেই করে না।’ কেউ লিখেছেন, ‘এত ঠাণ্ডা পড়েছে, স্নান করব না।’ আবার কেউ সাজেশনের বদলে লিখেছেন, ‘সকলে তো জামাকাপড় খুলেই স্নান করে। আপনি বোধহয় জামা খুলতে ভুলে গিয়েছেন।’ অভিনেত্রীর পোশাক নিয়েই মূলত কটাক্ষ করেছেন সোশ্যাল ইউজাররা।

আরও পড়ুন, প্রেম বা বিয়ে করার জন্য কলকাতায় ছেলে পাওয়া মুশকিল: পায়েল

পোশাকের কারণে সোশ্যাল ওয়ালে ট্রোলিং নতুন নয়। দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, ফতিমা সানা শেখ— তালিকাটা লম্বা। অভিনেত্রীরা বারবার প্রশ্ন তুলেছেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা তো প্রত্যেকেরই রয়েছে। সেই পোশাকে ছবি দেওয়ার স্বাধীনতাও। কিন্তু ট্রোলিংয়ের নামে সোশ্যাল ইউজারদের মর‌্যাল পুলিশ হওয়ার দায়িত্ব কে দিল, উঠছে এ প্রশ্ন। যদিও ট্রোলড হওয়া নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি করিশ্মা।

Hmmmmmmm... can’t think of a caption.. help please ?! 🤪 Gown by @lmanedesigns Earrings & bracelets by @houseofshikha Rings by @minerali_store Styled by @sayali_vidya

A post shared by Karishma Tanna (@karishmaktanna) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Karishma Tanna Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy