সাবা আজ়াদের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। সম্পর্ক নিয়ে তাঁরা কোনও রাখঢাক করেন না। কিন্তু কৃতি সেননকে হঠাৎ কেন মধ্যরাতে ফোন করেছিলেন হৃতিক? আসল ঘটনা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।
কৃতি নিজে একসময় হৃতিক রোশনের ভক্ত ছিলেন। ছোটবেলায় নিজের ঘরে হৃতিকের ছবি টাঙিয়ে রাখতেন। বলিউডে কৃতির প্রথম ছবি ‘হিরোপন্তি’। তার পরেই ঘটেছিল সেই অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেছেন, “আমার ঘরের দেওয়ালে একমাত্র হৃতিক রোশনের ছবি লাগানো থাকত। ‘হিরোপন্তি’ মুক্তি পাওয়ার পরে শুধুমাত্র হৃতিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টা জানতামই না।”
এই ছবিতে কৃতির অভিনয় দেখেই মধ্যরাতে তাঁকে ফোন করেছিলেন হৃতিক। অভিনেত্রী বলেছেন, “রাত ২টোর সময়ে আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি। ট্রু-কলারে সেই নম্বর ফেলে দেখি, হৃতিক রোশনের থেকে ফোনটা এসেছিল। থতমত খেয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে ওঁকে ফোন করেছিলাম।”
আরও পড়ুন:
কাজল ও টুইঙ্কলের এই সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কৃতির সঙ্গে উপস্থিত ছিলেন ভিকি কৌশলও। অভিনেতা বলেন, “আমি এখনও হৃতিকের বড় ভক্ত। ‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তির পরে দেশের সব বাচ্চা উচ্ছ্বসিত ছিল ওঁকে দেখে। তখন আমি দশম শ্রেণিতে পড়ি। তার পরে জানতে পারলাম, বাবা ওঁর সঙ্গে কাজ করছে।”
ভিকির বাবা লড়াইয়ের দৃশ্যের পরিচালক। সেই সূত্রে বহু বলি তারকার সঙ্গেই কাজ করেছেন। কিন্তু ভিকি কখনওই কারও সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেননি। একমাত্র হৃতিককে দেখে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।