দিন কয়েক আগের কথা— শাঁখা, পলা পরা প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। সমাজমাধ্যমে অনেকেই এ প্রসঙ্গে রেখেছিলেন তাঁদের মতামত। অভিনেত্রীর মানসিকতা নিয়েও উঠেছিল প্রশ্ন। এই বিতর্কের কয়েক দিনের মধ্যেই ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী। ‘চিরসখা’ ধারাবাহিকে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চেহারার বিবাহের চিহ্নগুলি নেই।
পর্দায় মধুবনীকে কয়েকটি দৃশ্যে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এখন মধুবনী কী করে সিঁদুর মুছে, হাতের শাঁখা-পলা খুলে শুটিং করছেন? এখন কি তা হলে আর তিনি অমঙ্গলের কথা ভাবছেন না? বহু দিন পরে ছোট পর্দায় মধুবনীকে দেখে খুশি দর্শকের একাংশ। তিনি নিজেও উত্তেজিত। বহু দিন পরে আবার সাজঘর,সহ-অভিনেতাদের সঙ্গে কিছু ক্ষণ আড্ডা— সবটাই উপভোগ করছেন অভিনেত্রী।
শাঁখা-পলা, সিঁদুর নিয়ে এই প্রশ্নে খুবই বিরক্ত অভিনেত্রী। তিনি বললেন, “সমাজমাধ্যমে যে লেখাটা পোস্ট করেছিলাম, সেটা আসলে কেউ মন দিয়ে পড়েনি। তাই এমন উল্টো প্রশ্ন তুলছেন।” ধারাবাহিকে নাকি দেখানো হচ্ছে তিনি অবিবাহিত। ফলে চরিত্রের স্বার্থে শট যাওয়ার আগে শাঁখা-পলা খুলে রাখতে হচ্ছে তাঁকে। সিঁদুরও তুলতে হচ্ছে। মধুবনী বললেন, “বার বার আমি বলেছি কাজের জন্য যদি শাঁখা-পলা খুলতে হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু এমনি কাজের বাইরে শাঁখা-পলা, সিঁদুর পরে না থাকার কিছু নেই। আমি প্রশ্ন তুলেছিলাম তাঁদের দিকে, যাঁরা শাঁখা-পলা, সিঁদুর পরাকে বাঁকা চোখে দেখেন। এখানে কাজের জন্যই আমায় চেহারায় পরিবর্তন করতে হচ্ছে এখানে তো কোনও সমস্যা থাকার কথা নয়।”
এক দিকে ছেলে কেশবের পড়াশোনা, স্কুল সেই সঙ্গে ব্যবসা তার সঙ্গে আবার অভিনয় সব একা হাতেই সামলাচ্ছেন অভিনেত্রী।