Advertisement
E-Paper

চিত্রনাট্য, না কি সত্যিই বিবাদ! কার কথায় একদিনেই মিটে গেল জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্য?

গুঞ্জন, জীতুকে নিয়ে নাকি বৈঠকে বসেছিলেন প্রথম সারির প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার। তার মধ্যেই রটনা, বদলে যাচ্ছেন নায়ক!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১১:৩৬
দিতিপ্রিয়া রায়-জীতু কমলের সমস্যা মিটল?

দিতিপ্রিয়া রায়-জীতু কমলের সমস্যা মিটল? ছবি: ফেসবুক।

বৃহস্পতিবার রাতের রটনা, জীতু কমলকে নাকি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন এই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল? ওই দিনের সম্প্রচারিত পর্বে দেখানো হয়েছিল, নায়কের দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্য চলছেই। ব্যস, এটুকুই আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট।

টেলিপাড়ায় রটে যায়, এ বার প্লাস্টিক সার্জারি দেখিয়ে বদলে ফেলা হবে নায়ককে। চর্চায় এমনও উঠে আসে, ধারাবাহিক ‘পরশুরাম’-এর ইন্দ্রজিৎ বসুই নাকি এসভিএফ প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকের নতুন নায়ক!

শুক্রবার দিনভর উত্তেজনার পারদ চড়েছে। সকাল থেকে জীতুর একটি পোস্ট নতুন করে ঢেউ তুলেছিল তাঁর আর দিতিপ্রিয়া রায়ের তরজায়। জীতু সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তিনি ভিতু নন। সুতরাং ময়দান ছেড়ে পালাবেন না। যে রকম কাজ করছিলেন তেমনই করবেন। চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থার কাছে তিনি দায়বদ্ধ। ব্যস, নায়ক বদলে যাওয়ার গুঞ্জন বেড়ে দ্বিগুণ। খবর, এ দিন শুটিংয়ের সময় ধারাবাহিকের সেটও নাকি ছিল তুলনায় নীরব। নায়ক দুপুর থেকে শুটিংয়ে ব্যস্ত থাকলেও নায়িকা তখনও স্টুডিয়োয় পা রাখেননি। জীতুর অফিসের অংশের সেট বদলে গিয়েছে বেসরকারি হাসপাতালের কেবিনে। বেশির ভাগ শট সেখানেই নেওয়া হবে। এ দিনের অধিকাংশ দৃশ্য নাকি গুরুতর আহত নায়ককে ঘিরেই।

‘কী হয়’ ‘কী হয়’— চাপা উত্তেজনা নিয়ে যখন দিন কাটছে তখনই বিকেলে দিতিপ্রিয়ার একটি পোস্টে অনুরাগীদের দমচাপা ভাব উধাও। নায়িকা লেখেন, “প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সহ-অভিনেতার সঙ্গে সমস্যার সমাধান হয়েছে।” টেলিপাড়ার অন্দরের খবরের, বিষয়টি ক্রমশ ঘোরালো হওয়ায় শেষে নাকি হাল ধরেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার। তিনি বৃহস্পতিবার রাতে নাকি জীতুর সঙ্গে আলাদা করে কথা বলেন। জানতে চান, নায়কের কাজে কোনও আপত্তি আছে কি না। কিংবা তিনি নায়িকার সঙ্গে আগের মতোই স্বচ্ছন্দে অভিনয় করবেন কি না। উত্তরে নায়ক নাকি তাঁকে জানান, তাঁর কোথাও কোনও অসুবিধা নেই। একই ভাবে প্রযোজক নাকি কথা বলেন দিতিপ্রিয়ার সঙ্গেও। এই ভাবেই সমস্যা মিটিয়ে দেন তিনি।

আর নায়ক বদলের রটনা? সেটিও নাকি অতিরিক্ত গুঞ্জনের ফলাফল, টেলিপাড়ার দাবি। দাসানি ২ স্টুডিয়ো চত্বরে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সঙ্গে শুটিং চলছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘গীতা এলএলবি’, ‘আজকের পরশুরাম’। এর মধ্যে জীতু-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিকের পাশের ফ্লোরেই সেট পড়েছে ইন্দ্রজিৎ অভিনীত ‘পরশুরাম’-এর। সম্ভবত সেখান থেকেই চর্চা ছড়িয়েছে। নায়ক বা নায়িকা যে বদলাবে না, সে খবর নাকি ছিলই সেটের অন্দরে। উপরমহল থেকে তাদের কাছে এ রকম কোনও নির্দেশ এখনও পর্যন্ত আসেনি। উল্টে রেটিং চার্টে ধারাবাহিকের টিআরপি বেড়ে ৫.৭ পয়েন্ট। যা হাসি এনে দিয়েছে প্রোডাকশনের সকলের মুখে।

Jeetu Kamal Ditipriya Roy Chirodini Tumi Je Amar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy