শ্বাসকষ্ট, বাড়িতে ওষুধ দিয়েও লাভ হচ্ছে না। খুবই অসুস্থ অভিনেত্রী মানসী সেনগুপ্তর এক মাসের ছেলে। চিন্তায় ঘুম উড়েছে অভিনেত্রীর। সন্তানের জন্মের পর পুরোদমে কাজে না ফিরলেও বিভিন্ন কোলাবরেশন, ফটোশুটের কাজ করছিলেন তিনি। কিন্তু তার মাঝেই যে এ ভাবে ছেলে অসুস্থ হয়ে পড়বে তা বুঝতে পারেননি। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “গত কয়েক দিন ধরে গোল্লা অসুস্থ। বাড়িতেই প্রথমে ছিল। কিছুতেই সর্দি-কাশি কমছিল না। তখনই আমায় চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর কথা বললেন।” নেবুলাইজ়ার দিতে হচ্ছে। এখন জ্বর নেই। সর্দি-কাশি যদিও কমেনি। তাই ছেলের সঙ্গে হাসপাতালেই থাকছেন অভিনেত্রী। এক মাস বয়স, খুব বেশি চিন্তিত অভিনেত্রী। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবে ছেলে, তা অবশ্য মানসী এখনই বলতে পারছেন না।
আরও পড়ুন:
ছেলে হওয়ার পরে খুব বেশি দিন বিশ্রাম নেননি তিনি। সদ্যোজাতকেই নিয়েই যাচ্ছিলেন শুটিং ফ্লোরে। সে সময় তিনি বলেছিলেন, “আমার সি সেকশন হওয়ার চার দিন পর কিন্তু ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরি। কারণ গাড়ি চালানোটা আমার কাছে চাপমুক্তির মতো। আর এই যে এত তাড়াতাড়ি কাজে ফিরেছি কারণ কাজের মধ্যে শান্তি খুঁজে পাই। এটা কারও সঙ্গে কোনও পাল্লা বা প্রতিযোগিতা নয়। আমার তো কোনও শারীরিক অসুবিধা হচ্ছে না। বরং ১৫ কেজি ওজন কমেছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। কিন্তু সবটা করছি চিকিৎসকের পরামর্শে।” সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ছেলেকে মোটেই স্তন্যপানের অভ্যাস করাচ্ছেন না তিনি। চিকিৎসকের কথা মেনে দুধ নিষ্কাশন করে রাখেন তাই।