Advertisement
E-Paper

‘বিয়ে না করা পর্যন্ত আমার জীবনে স্থিরতা নেই!’ অভিষেকের সঙ্গে নাম জড়ানোর পর কী বললেন নিমরত?

বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৩। একাকী থাকারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ২০ বছর পেরনোর পর থেকেই বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়েছে নিমরতকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৩:৩১
Actress Nimrat Kaur talks about her thoughts on marriage

গত বছর অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছিল নিমরতের। ছবি: সংগৃহীত।

মহিলাদের জীবনযাপনের যে কোনও সিদ্ধান্ত নিয়ে সমাজের অনধিকার চর্চার শেষ নেই। কোন বয়সে একজন মহিলা বিয়ে করবেন বা মা হবেন, তা যেন সবই সমাজ স্থির করে দেবে। চেনা ছকের বাইরে গেলেই কটাক্ষ ও ব্যঙ্গ ধেয়ে আসে মহিলাদের দিকে। অভিনেত্রী নিমরত কৌরকেও এমন নানা তির্যক মন্তব্য শুনতে হয়!

বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৩। একাকী থাকারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু বয়স ২০ পেরনোর পর থেকেই বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়েছে নিমরতকে। যদিও জীবনের একটা অধ্যায়ে পৌঁছনোর পরে তাঁকে বিয়ে নিয়ে খোঁচা দেওয়া বন্ধ করে দেয় চারপাশের লোকজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি এই নিয়ে কথা বলেন নিমরত।

অভিনেত্রী বলেন, “বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনেছি। এই ধরনের মন্তব্যের শিকার সব একটি মেয়েকেই হতে হয়।” কিন্তু ‘লাঞ্চবক্স’ ছবিতে অভিনয় করার পর থেকে আর এই ধরনের মন্তব্য শুনতে হয়নি তাঁকে। ইরফানের খানের সঙ্গে নিমরতের এই ছবি বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছিল। ছবির সাফল্যই চারপাশের মানুষের অবাঞ্ছিত মন্তব্য বন্ধ করেছিল বলে জানান নিমরত।

অভিনেত্রীর কথায়, “আমার ছবি ‘লাঞ্চবক্স’ সফল হওয়ার পরে আর শুনতে হয়নি। কারণ এই ছবির পরেই আমি স্বীকৃতি পাই আমার তথাকথিত ‘শুভাকাঙ্ক্ষী’দের কাছে।” তবে কাউকে দোষারোপ করতে চান না নিমরত। তিনি বলেন, “এই ছবিতে ইরফান ছিলেন বলেই আমাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তার আগে এরা বলত, ‘বিয়ের বয়স হয়ে গিয়েছে।’ ‘লাঞ্চবক্স’-এর পরে বিয়ে সম্পর্কিত সমস্ত প্রশ্ন বন্ধ হয়ে যায়। লোকজনের মুখ বন্ধ করার জন্য একটা ছবিই যথেষ্ট! তবে আমি বুঝি, ওরা নিজেরাও এই ধরনের মন্তব্য শুনেছে।”

একমাত্র বিয়েই কি জীবনে স্থিরতা আনতে পারে? প্রশ্ন তুলেছেন নিমরত। কিছু দিন আগে অভিষেক বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সে জন্য নাকি বচ্চন পরিবারে দূরত্বও তৈরি হয়েছিল। তাই কটাক্ষের শিকার হতে হয়েছিল নিমরতকে। পরে অবশ্য স্পষ্ট হয়, অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্ক ঠিকই আছে। অভিনেত্রী বিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন, “কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অর্থ উপার্জন হচ্ছে না, এই ধরনের পরিস্থিতি তৈরি হলেই বলা হয়, ‘বিয়ে করে নাও’। যেন বিয়ে না করা পর্যন্ত আমার জীবনে কোনও স্থিরতা নেই।”

Nimrat Kaur Abhishek Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy