জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। কী ভাবে এমন গাফিলতি হল, উঠছে প্রশ্ন। গাফিলতির সম্পূর্ণ দায় জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার। এ বার দাবি করেছেন অভিনেত্রী নিশিতা গোস্বামী।
শনিবার গুয়াহাটির সিআইডি অফিসে উপস্থিত ছিলেন নিশিতা। তাঁকেও জ়ুবিনের তদন্ত সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হয়। কারণ, জ়ুবিনের ওই ঘটনার সময় তিনিও সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন। জ়ুবিনের মৃত্যুর ঘটনা নিয়ে নিশিতা গায়কের আপ্তসহায়কের সমালোচনা করেছেন। সিদ্ধার্থের গাফিলতিতেই এই অঘটন ঘটেছে বলে দাবি অভিনেত্রীর। তিনি বলেছেন, “জ়ুবিন ঠিক রয়েছেন কি না, তা দেখার দায়িত্ব ছিল সিদ্ধার্থের। কিন্তু ওঁর কোনও খেয়াল রাখা হয়নি।”
নিশিতা আরও জানিয়েছেন, জ়ুবিনের মৃত্যুর পরেও সিঙ্গাপুরের ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ ফ্যাশন শো হয়েছিল। সিঙ্গাপুরে গিয়ে কী দেখেছিলেন, কী কী ঘটেছিল— এ রকম একাধিক প্রশ্ন করা হয়েছে নিশিতাকে। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
নিশিতা ছাড়াও জ়ুবিনের ব্যান্ডের প্রাক্তন সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও গায়ক অমৃতপ্রভ মহান্তকেও সমন পাঠিয়েছিল সিআইডি। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ, ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহান্তকেও সমন পাঠিয়েছে সিআইডি। সেই সঙ্গে মৃত্যুর আগে জ়ুবিনের সঙ্গে থাকা ১১ জন ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে সিআইডি। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের সিআইডি অফিসে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অসমের জনপ্রিয় অভিনেত্রী নিশিতা গোস্বামী। ‘রং’, ‘রত্নাকর’-এর মতো অসমিয়া ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি মঞ্চেও অভিনয় করেন তিনি। জ়ুবিনের সঙ্গে বেশ কিছু ছবিতেও কাজ করেছেন নিশিতা। ২০২১ সালে নিশিতার বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন জ়ুবিন। জানা যায়, সেই মন্তব্য নাকি লিঙ্গবৈষম্যমূলক ছিল। তবে তার পরে আর কোনও সংযোগ ছিল না দুই শিল্পীর মধ্যে। ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ নিশিতাও উপস্থিত ছিলেন বলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।