ছবির ডানদিকের খুদে এখন জনপ্রিয় অভিনেত্রী। আর বাঁ দিকে তাঁর দাদা কর্ণেশ। সেই অভিনেত্রী এখন মা। যার সন্তানকে নিয়ে তোলপাড় চারদিকে। কারণ ৭ মাস হয়ে গেল সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনও তাঁর মুখ দেখতে পাননি অনুরাগীরা। সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বেরোলেই ভিড় জমে যায় পাপারাৎজিদের। সন্তানের এক ঝলক পাওয়ার জন্য মরিয়া নেটাগরিকরা।
সেই তারকা একাধারে অভিনেত্রী এবং প্রযোজক। দাদা কর্ণেশের সঙ্গে ‘ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজনা সংস্থা চালান তিনি।
সম্প্রতি দাদার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়ে আরও একটি ছোটবেলার ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘অটুট বন্ধন’।