Actress Rakul Preet Singh posted her childhood picture dgtl
এটি কোন অভিনেত্রীর ছোটবেলার ছবি বলতে পারবেন?
সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “যখন আমি ছোট্ট বাচ্চা ছিলাম। আসলে আমি ভাবিই না আমি বড় হয়েছি। আমি চাইও না।’’
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১১:৩৬
নিজের ছোটবেলার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
‘দে দে পেয়ার দে’ ছবিতে অজয় দেবগণের বিপরীতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন নিজের ছোটবেলার একটি ছবি। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “যখন আমি ছোট্ট বাচ্চা ছিলাম। আসলে আমি ভাবিই না আমি বড় হয়েছি। আমি চাইও না।’’
আর অভিনেত্রীর ছোটবেলার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি লাইক পড়েছে। ছোটবেলায় ওই অভিনেত্রীর মুখের মিষ্টতা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
ছোটবেলার ওই ছবিটি অভিনেত্রী রাকুল প্রীত সিংহের। আর এই অভিনেত্রীর ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৯১ লক্ষের আশেপাশে। তবে এ দিন ছোট বেলার ছবি পোস্ট করলেও, নিজের ফিটনেস চর্চার ছবি-ভিডিয়ো তিনি প্রায়শই আপলোড করেন নিডের ইনস্টা অ্যাকাউন্ট থেকে।