অহমদাবাদের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউ। কয়েক মিনিটের মধ্যে কী ভাবে একটি বিমান ভেঙে পড়ল, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিমানে যাতায়াত নিয়েও তৈরি হয়েছে আতঙ্কের আবহ। এর মধ্যেই সেই এয়ার ইন্ডিয়ারই একটি বিমানে চড়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী রবীনা টন্ডন।
১২ জুন এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান রানওয়ে থেকে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। সেই এয়ার ইন্ডিয়ার বিমানে চড়েই বিমানকর্মীদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী। বিমানের আসনে বসে নিজের কিছু ছবি ভাগ করে নিয়েছেন রবীনা। সেই সঙ্গে তিনি লিখেছেন, “নতুন সূচনা। সমস্ত খারাপের উল্টো দিকে গিয়ে আবার নতুন করে ওঠা ও উড়ান দেওয়া।”
এর পরেই এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের কথা জানান রবীনা। তিনি লেখেন, “খুবই থমথমে আবহ। বিমানকর্মীরা হাসিমুখে স্বাগত জানাচ্ছেন ঠিকই। কিন্তু তাঁদের মুখেও দুঃখের ছাপ। যাত্রীদের নীরবতা ও বিমানকর্মীদের ব্যবহারেই না বলা শোক ফুটে উঠছে। এই আঘাতের কোনও দিন উপশম হবে না।” এয়ার ইন্ডিয়া সংস্থার প্রশংসা করে রবীনা সব শেষে লিখেছেন, “নির্ভীক ভাবে আবার শক্তিশালী হয়ে উঠতে হবে। জয় হিন্দ।”
আরও পড়ুন:
অহমাদাবাদের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। আমির খানের তরফ থেকে লেখা হয়েছে, “এই দুঃখজনক বিমান দুর্ঘটনার জেরে আমরা ভীষণ ভাবে মর্মাহত। এমন বড় ক্ষতির মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।” অক্ষয় কুমার, শাহরুখ খান, রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়াও শোকপ্রকাশ করেছেন।