গলায় মৌমাছি আটকে মৃত্যু। করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের মৃত্যুতে অবাক অনেকেই। গত ১২ জুন সকালেও তিনি জানতেন না, এটাই তাঁর জীবনের শেষ দিন। পোলো খেলছিলেন। তখনই হঠাৎ গলায় মৌমাছি ঢুকে যায় সঞ্জয়ের। হৃদ্রোগে আক্রান্ত হন শিল্পপতি এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মৃত্যুর আগে ঠিক কোন অবস্থায় ছিলেন সঞ্জয়? সেই ছবি এ বার প্রকাশ্যে এল।
গাঢ় নীল রঙের পোশাক। চোখে মুখে উত্তেজনা ও খুশির ছাপ। মৃত্যুর কিছুক্ষণ আগেও এমন ছিলেন স়ঞ্জয়। ছবিতে তিনি জড়িয়ে ধরেছিলেন ‘সোনা কমস্টার’-এর চেয়ারম্যান জয়সল সিংহকে। ‘সুজন ইন্ডিয়ান টাইগার্স পোলো টিম’-এর পক্ষ থেকে এই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “কয়েক দিন আগে আমাদের বন্ধু সঞ্জয় কপূর মর্মান্তিক ভাবে প্রয়াত হয়েছেন। ওঁর স্মৃতিতেই আজ আমরা ফাইনাল খেললাম।”

শেষ দিনের ছবি।
সঞ্জয়ের জন্য এক মিনিটের নীরবতা পালন করা হবে জয়সল সিংহের তত্ত্বাবধানে, জানানো হয় পোস্টে। সেখানেই লেখা হয়, ‘বন্ধু জয়সলের সঙ্গে সেমিফাইনালের দিন এই ছবিটি তুলেছিলেন সঞ্জয়। সেটিই ছিল তাঁর শেষ খেলা।’ পোস্টের ক্যাপশনের শেষে লেখা হয়, ‘সঞ্জয়ের আত্মার শান্তি কামনা করি। ওঁকে খুব মনে পড়বে। আমাদের পোলো খেলার জগতে ওঁর উত্তেজনা ও উচ্ছ্বাস সব সময়ে আমাদের মনে পড়বে।’
সম্প্রতি এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠিক কী বলেছিলেন সঞ্জয়। আতঙ্কগ্রস্ত হয়ে করিশ্মার প্রাক্তন স্বামী বলেছিলেন, “আমি একটা মৌমাছি গিলে ফেলেছি।” এটিই ছিল তাঁর শেষ কথা।