Advertisement
E-Paper

‘আমাকে অপরাধী বানিয়ে গেলে’, স্বামীর সঙ্গে দূরত্ব, তাও শাশুড়িমার মৃত্যুতে কী উপলব্ধি রিয়ার?

পুজোর সময় তখন তৃতীয়া। আচমকাই অভিনেত্রী জানতেন পারেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শাশুড়িমা। এই সময়ে নিজের ব্যক্তিগত ঝামেলা, অশান্তির কথা ভাবতে চাননি রিয়া।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৯
Actress Riya Ganguly felt sad because of her mother in law’s demise even after differences with husband

কেন অপরাধবোধে ভুগছেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

রিয়া গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের কথা অনেকেরই জানা। তার পরে সেই জল গড়িয়েছে বহু দূর। আইনি পদক্ষেপ করেছিলেন অভিনেত্রী রিয়া। এত অশান্তির পরেও শ্বশুরবাড়ির দুঃসময়ে মুখ ফিরিয়ে থাকতে পারলেন না অভিনেত্রী। পুজোর আগে বড় অঘটন ঘটেছে। তাই স্বামীর পাশে দাঁড়ালেন রিয়া।

পুজোর সময় তখন, তৃতীয়া। আচমকাই অভিনেত্রী জানতে পারেন, মারা গিয়েছেন শাশুড়িমা। এই সময়ে নিজের ব্যক্তিগত ঝামেলা, অশান্তির কথা ভাবতে চাননি রিয়া। শাশুড়িমাকে হারানোর অনুভূতি ভাগ করে নিয়েছেন রিয়া।

তিনি লেখেন, “মুহূর্তের মধ্যে সব বদলে গেল। ঈশ্বরের কী অদ্ভুত খেলা! তোমায় দেখতে হাসপাতাল‌ে সবার আগে আমি গিয়ে পৌঁছোলাম। সেইসঙ্গে তোমার ডেথ সার্টিফিকেটে স্বাক্ষরও আমায় করতে হল। তোমার শেষকৃত্য করার সময় সব বিবাদ, রাগ-দুঃখ, আইনি লড়াই তথা অহঙ্কার একনিমেষে পুড়ে ছাই হয়ে যেতে দেখলাম!!”

স্বামীর সঙ্গে সব বিবাদ মিটে যাবে, রিয়াকে আশ্বাস দিয়েছিলেন তাঁর শাশুড়িই। তাই ওই দিন বার বার সেই কথাই মনে পড়ছিল তাঁর। এই ঘটনা ঘটার পরে অপরাধবোধ কিছুতেই মন থেকে যাচ্ছে না রিয়ার। তিনি লেখেন, “আমার একটাই আফসোস, তুমি শেষ সময় রিকু, রাহিকে কাছে পেলে না। আর তার জন্য আমায় সারাজীবনের জন্য অপরাধী বানিয়ে গেলে!”

Riya Ganguly Chakraborty Bengali Actress Celeb Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy