‘রঘু ডাকাত’ মুক্তি পাওয়ার পর থেকে চারিদিকে একটাই প্রশ্ন। দেবের পাশে কেন দেখা যাচ্ছে না রুক্মিণী মৈত্রকে? দীপাবলির মরসুমে সবার কৌতূহল মেটালেন নায়িকা নিজে। ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। সেখানেই দেবের সঙ্গে তাঁর সমীকরণ, নায়িকার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। কী উত্তর দেন রুক্মিণী?
সম্প্রতি, শহরের একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন নায়িকা। কাজের জন্য ইদানীং তিনি মুম্বইয়েই থাকেন। কোনও কাজ থাকলে এক বেলার জন্য কলকাতায় আসেন। এ দিনও তাই এসেছিলেন। নায়িকাকে সামনে পেতেই সকলের প্রশ্ন, কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাঁকে দেখা গেল না। সম্প্রতি, দুবাইয়েও বিশেষ প্রদর্শন হয়েছিল। সেখানেও দেবের সঙ্গে কেন যাননি তিনি? হাসিমুখেই সবার কৌতূহলের অবসান ঘটিয়েছেন নায়িকা।
আরও পড়ুন:
রুক্মিণীর সাফ উত্তর, “উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর। আমায় আপনারা খুঁজতে থাকুন। আসলে কাজের জন্য আমি বাইরে। কালীপুজোয় এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালই দিল্লি যেতে হবে আমায়।” এর মধ্যেই শোনা গিয়েছিল, দেব-রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউই কোনও জবাব দেননি। উল্লেখ্য, দেব এখনও তাঁর পুজোর ছবির প্রচারে ব্যস্ত। অন্য দিকে রুক্মিণীরও নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ আসছে। সেই ছবির প্রচার শীঘ্রই শুরু করবেন তিনি।