রূপাঞ্জনা মিত্রর সঙ্গে নাকি এই ঘটনা নতুন নয়। চলতি বছরের শুরু থেকে তিনি ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনয় শুরুর কিছু দিন পরেই তাঁর সংলাপে শাসকদল বিরোধী কথা যোগ করে দেওয়া হচ্ছে। লাগাতার এই ঘটনা ঘটতে থাকায় অবশেষে মঙ্গলবার রাতে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বিষয়টি নিয়ে রূপাঞ্জনা মুখ খুলেছেন আনন্দবাজার ডট কমের কাছে।
প্রসঙ্গত, তিনি যে ধারাবাহিকে অভিনয় করেন সেই ধারাবাহিকটি দেখানো হয় সান বাংলায়। অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ, ওই চ্যানেলের বিজ্ঞাপন নাকি বিরোধী দলের পয়সায় দেখানো হয়!
আরও পড়ুন:
ঠিক কী ধরণের সংলাপ বলতে বাধ্য করা হয়েছে রূপাঞ্জনাকে?
অভিনেত্রী জানিয়েছেন, ধারাবাহিকে ‘পিসি’ এবং ‘ভাইপো’ এই চরিত্র দু’টি কৌশলে যোগ করা হয়েছে। এদের ভীষণ নেতিবাচক হিসাবে দেখানো হয়। এদের সংলাপেও তার ছায়া। এই চরিত্র দু’টির বিপরীত চরিত্র ‘কমলিকা’। এই চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। তাঁর মুখে 'পিসি-ভাইপো'র বিরুদ্ধে নানা কটু কথা জুড়ে দেওয়া হচ্ছে। যা অভিনেত্রীর উচ্চারণ করতে খারাপ লাগছে।
রূপাঞ্জনার রাজনৈতিক জীবন শুরু শাসকদলকে সমর্থনের মাধ্যমে। মাঝে তিনি বিরোধী দলে যোগ দেন। এ বছর শাসকদলের ২১ জুলাইয়ের মঞ্চে ফের তাঁর ‘ঘর ওয়াপসি’ ঘটেছে। তাই কি এই সমস্যার সম্মুখীন তিনি?
জবাবে অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি তাঁর কাছেও স্পষ্ট নয়। তবে তিনি সমাজমাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি চ্যানেল কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন।