তটিনীকে ভুলে ‘গ্যাংস্টার’ শীতলকে মন দিল শিবপ্রসাদ? ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের নতুন ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকের মনে নানা প্রশ্ন। অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার, তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর ত্রিকোণ সম্পর্কই কি দেখানো হবে? একটানা ‘দুষ্টু’ চরিত্রে অভিনয় করতে কি ভাল লাগছে সঙ্ঘমিত্রার? কী উত্তর দিলেন অভিনেত্রী?
‘গীতা এলএলবি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই কাহিনিতেও তিনি খলচরিত্রে। অভিনেত্রী বলেন, “আসলে ইন্ডাস্ট্রিতে এক বার ‘টাইপকাস্ট’ হয়ে গেলেই মুশকিল। যেমন এক বার আমায় এক জন প্রেমের গল্পের জন্য ভেবেছিলেন। কিন্তু তার পরেই বলা হয় সঙ্ঘমিত্রাকে তো প্রতিবাদী চরিত্রেই মানায়।” যদিও কোনও চরিত্র করতেই তাঁর অসুবিধা নেই। তবে সেই কাজে নিজের গুরুত্বটা বুঝে নিতে চান অভিনেত্রী। অভিনয় করা এখন আর তাঁর শখ নয়, এটাই তাঁর পেশা।
সঙ্ঘমিত্রা যোগ করেন, “খলচরিত্রে অভিনয় করলে অনেক ভাবে নিজেকে ব্যক্ত করা যায়। অনেক স্তর থাকে। তাই এই ধরনের চরিত্র পেলে ভাল লাগে। আর অভিনয়ের উপরই আমার জীবনযাত্রা নির্ভর করে। তাই খুব যে বাছাইয়ের জায়গা থাকে, তা নয়।”
প্রসঙ্গত, ধারাবাহিকের গল্প প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, দুষ্টু চরিত্রে অভিনয় করলেও শিবপ্রসাদকে শীতল কতটা প্যাঁচে ফেলতে পারবে তা বলা কঠিন। পরশুরামের সঙ্গে তার বিয়ে হওয়া কঠিন। প্রসঙ্গত, খলনায়িকা সঙ্ঘমিত্রার অনুরাগীসংখ্যাও কম নয়। সমাজমাধ্যমে অনেকেই নিজের ভাললাগার কথা জানান অভিনেত্রীকে। এ প্রসঙ্গেই তিনি বলেন, “কেউ কেউ আমার অভিনয় দেখে বলেছেন, যে আমায় পছন্দ করেন। কিন্তু, তাঁর মায়ের আমাকে পছন্দ নয়। তবে এটাই আমার কাছে প্রাপ্তি।” অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করছেন সঙ্ঘমিত্রা। শীঘ্রই নিজের জিম খুলছেন অভিনেত্রী।