২০২৫ সালের দুর্গাপুজোটা শ্রীময়ী চট্টরাজের কাছে একেবারে অন্যরকম। ঋতুপর্ণা সেনগুপ্তর পুজোর গানের ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে। ‘রক্তবীজ ২’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী। জীবনে কাঞ্চন মল্লিক এসেছে বলেই কি এত সুযোগ আসছে? প্রশ্নের কী উত্তর শ্রীময়ীর?
কাঞ্চনের সঙ্গে সম্পর্ক তৈরির হওয়ার ফলেই যে তাঁর পরিচিতির পরিধি বৃদ্ধি পেয়েছে, এ কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। শ্রীময়ী বলেন, “কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়। সেখানে কাঞ্চনের স্ত্রী আমি, গর্বের বিষয়। সুতরাং যদি তাতে মনে হয়, কাঞ্চনের জন্যই কাজের সুযোগ আসছে, তাতে আমার কিছু মনে হয় না।”
অভিনেত্রী জানান, কাঞ্চনের জন্যই ঋতুপর্ণা, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। শ্রীময়ীর দাবি, কিন্তু তাঁর নিজের প্রতিভা না থাকলে কাজের সুযোগ পেতেন না। অভিনেত্রী বলেন, “আমি যদি শুধু হেসে চলে যেতাম, তা হলে কি কেউ সুযোগ দিতেন? পরিচয় হয়েছে স্বামী কাঞ্চনের সুবাদে। কিন্তু যোগ্যতা প্রমাণ করা দায় আমারই।” ছোটপর্দায় অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু শ্রীময়ীর। মেয়ে হওয়ার পর কাজের পরিমাণ কমিয়েছেন। তবে ভাল চরিত্র পেলে সবসময় কাজ করতে প্রস্তুত অভিনেত্রী।