সে যুগের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীদেবী। দক্ষিণী রক্ষণশীল পরিবারের তাঁর জন্ম, বেড়ে ওঠা। ছবিতে অভিনয় করা যে খুব সহজ ছিল, তেমনটা নয়। রোল, ক্যামেরা, লাইট, অ্যাকশনের দুনিয়ায় নিজের শর্তে কাজ করতেন অভিনেত্রী। তবে তাঁর জীবনে বিতর্কও কম নেই৷ বান্ধবীর স্বামীকেই বিয়ে করেছিলেন নায়িকা। এমনকি বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়ার কথাও শোনা যায়। এত বিতর্কের মাঝে একটি শর্ত থেকে কিছুতেই টলানো যায়নি আটের দশকের দাপুটে অভিনেত্রীকে৷ পর্দায় চুম্বনদৃশ্যে অভিনয় করায় প্রবল আপত্তি ছিল তাঁর।
তবু এক বার অপ্রীতিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। 'গুরু' ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর চুম্বনদৃশ্য ছিল। তা দেখে রেগে যান তাঁর মা-বাবা। কিন্তু নায়িকার দাবি, ওই দৃশ্যের জন্য অন্য কারও ঠোঁট ব্যবহার করেছিলেন পরিচালক।
যদিও পরবর্তীকালে সবার সামনে ওটা শ্রীদেবীর ঠোঁট বলে দাবি করেন সেই পরিচালক। এ প্রসঙ্গে, নায়িকা বলেন, "আমি কেন অন্য কারও ঠোঁটে চুমু খাব? পরিচালকের একটি মিথ্যের জন্য আমার মা-বাবা খুব রেগে গিয়েছিলেন। ধর্ষণের চরিত্রে অভিনয় করতেও আমি স্বচ্ছন্দ্য ছিলাম না। কিন্তু তা-ও করতে হয়েছিল কয়েক বার।" তার পর আর এমন কোনও দৃশ্যে নায়িকাকে দেখেননি দর্শক।