ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনিকে নিয়ে তাঁদের জগৎ। সারা দিনে যত ব্যস্ততাই থাকুক না কেন, সন্তানের জন্য সব সময় তাঁদের সময় আছে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই এ কথা বলে এসেছেন তাঁর জীবনে ছেলে, মেয়ে এবং পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়িতে যখন তিনি থাকেন তখন আর কাজ নিয়ে কোনও ভাবনাচিন্তা করেন না। সম্প্রতি কাজ নিয়ে খুবই ব্যস্ত নায়িকা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘গৃহপ্রবেশ’। মুক্তির পরেও প্রচার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেই সঙ্গে তাঁর নতুন ছবির শুটিং চলছে সমান তালে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
এত ব্যস্ততার মাঝে দুই সন্তানের সঙ্গে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। ছেলে ইউভান এখন স্কুলে যায়। কিন্তু মেয়ে খুবই ছোট। নভেম্বর এলে দু’বছরে পা দেবে সে। দাদা-বোনের খুব ভাব। এক দিকে যেমন দাদা বোনের খুনসুটি চলে। তেমনই আবার পরস্পরকে চোখে হারায়। সেই মুহূর্তই ফ্রেমবন্দি নায়িকার ফোনে। ইনস্টাগ্রামে স্টোরিতে সেই ভিডিয়ো দেখা গেল। কোলে বসে মায়ের আদুরে কন্যে। মা যেমন বলছেন ঠিক তেমনই সেও বলছে। কখনও আধো আধো গলায় বলছে ‘হাই’। দাদাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় ফ্রেমবন্দি শুভশ্রী-ইয়ালিনির খুনসুটি। আর তার পর দাদাকে পেয়ে খুশি বোন। ইউভান গাড়িতে উঠতেই দুই ভাই-বোন মায়ের কোলেই দস্যিপনা শুরু করল। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুললেন না নায়িকা। আর বোনকে পেয়েই তাকে চুমুতে ভরিয়ে দিল দাদা ইউভান।