পোশাকে রংমিলান্তি। মায়ের পরন সাদা টি-শার্ট, কালো ট্রাউজ়ার আর চোখে রোদচশমা। মায়ের সঙ্গে মিলিয়ে ১ বছর ৬ মাসের মেয়ের পরনে সাদা রঙের ফ্রক। মাথায় সাদা ফিতে দিয়ে ‘পনিটেল’। আর সঙ্গে কাঁধে সবুজ রঙের স্কুলের ব্যাগ। আমেরিকা থেকে ফিরে মেয়ে ইয়ালিনির সঙ্গে একেবারে অন্য ভাবে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মে মাসের প্রথম সপ্তাহ। চক্রবর্তী বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। কারণ? সোমবার বাড়ির মেয়ের প্রথম স্কুল যাওয়ার দিন। নিজের ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে সেই ছবি পোস্ট করলেন অভিনেত্রী। স্কুল যাওয়ার আগের ভিডিয়ো। বাড়ির সামনে মেয়েকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ় দিলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, ইয়ালিনিও মায়ের মতো নায়িকাসুলভ ভাবে হাত নাড়াচ্ছে ক্যামেরার সামনে।
‘ প্রি-স্কুল’-এ যাওয়া শুরু করল ইয়ালিনি। সাধাণত, প্রথম স্কুলে যাওয়ার দিনে বাচ্চাদের মুখে হাসি কম থাকে। অনেক বাচ্চা তো আবার কেঁদে ভাসায়। কিন্তু শুভশ্রী-রাজ চক্রবর্তীর একরত্তির মুখে দেখা গেল এক গাল হাসি। মায়ের হাত ধরে হাসতে হাসতে স্কুলে গেল সে। সঙ্গে দাদা ইউভানও ছিল। মায়ের সঙ্গে স্কুলের প্রথম দিনে অনেক কিছু করল সে। সেই ছবিও নায়িকা পোস্ট করেছেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। মা-মেয়ে দু’জনে মিলে এ দিন ছবি এঁকেছে। রঙ করেছে। এই সোনালি মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখলেন নায়িকা।
সদ্য আমেরিকা থেকে ফিরেছেন অভিনেত্রী। ‘লস এঞ্জেলস’ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। প্রায় ১৫ দিনের বেশি ছিলেন বিদেশে। সেখানে অবশ্য মেয়েকে নিয়ে যাননি। শুধু ছেলেকে নিয়েই বিদেশে গিয়েছিলেন তাঁরা। তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তবে সমাজমাধ্যমের কোনও কথাকেই তিনি খুব একটা গুরুত্ব দেন না। অনেক দিন মেয়েকে ছেড়ে ছিলেন। তাই এখন একটা মুহূর্তও ইয়ালিনিকে কাছ ছাড়া করছেন না শুভশ্রী