বিমানে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কোলের এক দিকে মেয়ে ইয়ালিনি, অন্য দিকে ছেলে ইউভান। দুই সন্তানকে কোলে নিয়ে বিশ্রামের চেষ্টায় নায়িকা। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ছবি দেখা গিয়েছিল। অনেক অনুরাগী প্রশ্ন করেছিল, তাঁর দুই সন্তান কি এই ভাবেই আষ্টেপৃষ্ঠে থাকে সর্বক্ষণ? উত্তর দিতে গিয়ে মজার গল্প শোনালেন অভিনেত্রী।
সারাবছর নানা কাজে ব্যস্ত থাকেন নায়িকা। স্বামী রাজ চক্রবর্তীও ব্যস্ত থাকেন ছবি পরিচালনা এবং বিধায়কের দায়িত্ব পালনের কাজে। কিন্তু তার মাঝেও দুই সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করেন দু’জনেই। কিন্তু মা-কে পেলে কিছুতেই আর কারও কাছে যেতে চায় না ইউভান, ইয়ালিনির কেউ। সারাক্ষণ মাকে জাপটে বসে থাকে দু’জনেই।
শুভশ্রী বলেন, “আমি থাকলে ওরা বাবাকেও চেনে না। সারাক্ষণ আমার সঙ্গেই থাকতে চায়।” কিছুদিন আগে ইউভানকে নিয়ে আমেরিকা গিয়েছিলেন তাঁরা। মেয়ে তখন বাড়িতেই ছিল। নায়িকা জানিয়েছেন, বিদেশে গিয়ে শৌচালয়েও যেতে দিচ্ছিল না একরত্তি ছেলে ইউভান। অনেক জায়গাতেই তাঁদের সঙ্গে বাচ্চাদের ন্যানিকে সঙ্গে করে নিয়ে যান রাজ-শুভশ্রী। কিন্তু সর্বত্র তো তা সম্ভব নয়। ঘুরতে গেলে তাঁদের সঙ্গেই যে-ই থাকুক না কেন, ইউভান-ইয়ালিনি মা-কে এক মুহূর্তও কাছছাড়া করে না। কাজের জন্য অনেক সময় সন্তানদের বাড়িতে রেখে বাইরেও যেতে হয়। তাই ঘুরতে গেলে সবটা পুষিয়ে নেয় দুই খুদে।