কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রেখে সব সময় চলার চেষ্টা করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক দিকে, ছবির শুটিং। অন্য দিকে, রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে তিনি। তবে পেশাদার নায়িকা আদ্যোপান্ত সংসারী। দুই সন্তানকে নিয়ে রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর গোছানো সংসার। এই সেপ্টেম্বরে ছয় বছরে পা দেবে ইউভান। আর মেয়ে ইয়ালিনির বয়স দেড় বছর। দুই খুদের নানা কর্মকাণ্ড মাঝে মাঝেই সমাজমাধ্যমের পাতায় ধরা পড়ে। বাড়িতে দুই ছেলেমেয়েকে কী ভাবে সামলান নায়িকা? ওদের বড় করতে গিয়ে কী কী পার্থক্য লক্ষ্য করছেন? পুরীতে শুটিংয়ের ফাঁকে সেই গল্পই করলেন অভিনেত্রী। রাজ-শুভশ্রীর ছেলে ইউভান যে খুবই প্রাণোচ্ছল, তা বোঝা যায়। এখন ইয়ালিনিও মাঝে মাঝে দাদার সঙ্গে যোগ দেয়। কিন্তু ছেলের চেয়ে মেয়ে যে অনেক বেশি গোছানো, সেটা খুব নিখুঁত ভাবে নজর করেছেন নায়িকা।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিংয়ের জন্য জগন্নাথধামে গিয়েছিলেন নায়িকা। সেখানে শুটিংয়ের ফাঁকে দুই ছেলেমেয়ের নানা কাণ্ডের কথা ভাগ করে নিলেন। শুভশ্রী বললেন, “দুই সন্তানকে দেখছি। ইউভান খুব ছটফটে। ওকে মাঝে মাঝে আমাদের থামাতে হয়। কিন্তু ইয়ালিনিকে দেখছি ছোট থেকেই গোছানো। দাদার সঙ্গে খেলা করলেও নিজেই মাঝে মাঝে বিশ্রাম নিয়ে নেয়, জল তেষ্টা পেলে নিজেই খেয়ে নেয়। ছেলে আর মেয়ে— ছোট থেকেই যে স্বভাব, ভাবনা চিন্তার দিক থেকে আলাদা হয় তা বুঝতে পারছি।” একসঙ্গে, এক পরিবেশে বড় হচ্ছে। কিন্তু তাও ইউভান এবং ইয়ালিনির স্বভাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
শুভশ্রী যোগ করেন, “ইউভান খেলাধুলো করতে খুব ভালবাসে। তায়কোয়ান্দো থেকে ফুটবল, সব খেলতে ভালবাসে। ইয়ালিনি ছোট থেকে খুব গুছিয়ে রাখতে শিখেছে। ছ’মাস বয়স থেকে এমন অঙ্গিভঙ্গি করত, দেখে মনে হত ও যেটা বলছে সেটাই আমায় করতে হবে।” তবে সন্তানেরা যা-ই করুক না কেন, রাজের জীবনে সবার প্রথম স্ত্রী শুভশ্রীর স্থান। হাসতে হাসতে নায়িকা বললেন, “রাজ সব সময় মেয়েকে বলে, তুমি যাকে যতই মতামত দাও না কেন, মায়ের কথা সব সময় শুনতে হবে। মা রেগে গেলে কিন্তু আমাদের সবার মুশকিল।”