প্রতি বছরই পুজোর চারদিন শুধুই পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। কোন দিন কী রকম সাজলেন অভিনেত্রী, সেই ছবি দেখার অপেক্ষায় থাকে দর্শক। এই বছরেও তার অন্যথা হল না। তবে এই বছর বাড়তি আনন্দ মেয়ে ইয়ালিনির উপস্থিতি।
২০২৩ সালের নভেম্বরে কন্যাসন্তান হয় অভিনেত্রী শুভশ্রীর। ২০২৪ সালের পুজোয় তখনও ইয়ালিনি কোলে। একটু একটু হাঁটতে শিখছে। কিন্তু এই বছর দাদার হাত ধরে দুর্গামণ্ডপে দেখা গেল রাজ-শুভশ্রী কন্যাকে। মায়ের শাড়ির সঙ্গে রং মিলিয়ে ফ্রক পরানো হয়েছিল তাকে।
আরও পড়ুন:
ছেলেমেয়ে, ননদ, ভাগ্নীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুজোর চার দিন কোনও নিয়মে নিজেকে বাঁধতে ভালবাসেন না নায়িকা। এই সময় যত ইচ্ছা খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আনন্দে মেতে থাকেন তাঁরা। রাজের বাড়িতে হয় বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত হন সেই জমায়েতে। এ বছরও কি সেই ছবি দেখা যাবে? অনুরাগীদের মনে সেই প্রশ্ন ভিড় করেছে। তবে এই বছর দুই ভাই-বোন অর্থাৎ ইউভান এবং ইয়ালিনিকে একসঙ্গে দেখতে আরও বেশি আগ্রহী দর্শক।