‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে বৃন্দার দুষ্টুমিতে নাজেহাল নায়িকা। যদিও বাস্তবের সুদীপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনীত চরিত্রের কোনও মিল নেই। দুর্গাপুজোর আগে খুব ব্যস্ততায় কাটছে দিন। ২০২৩ সালের পর থেকে পুজোটা আর পুজোর মতো মনে হয় না অভিনেত্রীর। দু’বছর হল বাবাকে হারিয়েছেন তিনি। স্বামী সৌম্য বক্সী পাড়ার পুজোর সঙ্গে ভীষণ ভাবে যুক্ত। পুজোয় কি তা হলে আনন্দ ভুললেন সুদীপ্তা?
দু’বছর হল বাবা নেই। মায়ের দায়িত্ব পুরোপুরি তাঁর উপর। সুদীপ্তার দাদা থাকেন উত্তরবঙ্গে। ফলে পুজোর সময় অনেকটাই সঙ্গ দিতে হবে মাকে। সুদীপ্তা বলেন, “আমার মা একেবারে বাচ্চাদের মতো। তাই পুজোর আগে মায়ের জন্য কেনাকাটা করতেই হবে। আগের বছর কালাশৌচ ছিল তাই মণ্ডপেও যাওয়া হয়নি। এই বছর মাকে নিয়ে বেরোব। আসলে ২০২৩ সালের পর থেকে পুজো নিয়ে আর তেমন উত্তেজনা নেই আমার।”
আরও পড়ুন:
যদিও এই পুজোর সময়েই সৌম্যর সঙ্গে প্রেমের শুরু সুদীপ্তার। গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সৌম্য। সেখানেই এক বছর খুঁটিপুজোয় বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন সুদীপ্তা। অভিনেত্রী যোগ করলেন, “মজার ব্যাপার, এই খুঁটিপুজো কিন্তু দুর্গোৎসবের জন্য নয়। কালীপুজোর খুঁটিপুজো হয় ওটা। সেখানেই গিয়েছিলাম আমি, সেখান থেকেই সৌম্যর সঙ্গে আলাপ এবং প্রেম। সুতরাং মনখারাপের মাঝেও এটা বেশ অন্য অনুভূতি। এখন তো এই পুজোয় আমিও থাকি।” এই বছরও পুজোয় কিছু দিন ওখানে কাটিয়ে মায়ের কাছে যাবেন সুদীপ্তা। মায়ের সঙ্গেই পুজোর বাকি দিনগুলো কাটাতে চান তিনি।