Advertisement
E-Paper

অষ্টমীতে মেয়েদের সঙ্গে ধুনুচি নাচলেন সুস্মিতা

পুজোর মরসুমে সবকিছুই বদলে যায়। তখন মনে প্রাণে খাঁটি বাঙালি হয়ে ওঠেন সুস্মিতা সেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ১৮:১৪
ছবি: সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম পেজ থেকে সংগৃহীত।

ছবি: সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম পেজ থেকে সংগৃহীত।

কাজ করেন হিন্দি ছবিতে। বেশিরভাগ সময়টাই কাটে বিদেশে। দেশে থাকলেও কলকাতায় তেমন আসা হয় না। তবে পুজোর মরসুমে সবকিছুই বদলে যায়। তখন মনে প্রাণে খাঁটি বাঙালি হয়ে ওঠেন সুস্মিতা সেন। মেতে ওঠেন মায়ের বন্দনায়।

এ বারও মুম্বইয়ের একটি পুজোয় দুই মেয়ের সঙ্গে গেল তাঁকে। তবে শুধু মায়ের দর্শন সেরেই ক্ষান্ত হননি তিনি। বরং কোমরে বেঁধে নেমে পড়েন ধুনুচি নাচতে। দুই মেয়ে রেনে এবং আলিশাকেও তাতে সামিল করেন। ধুনুচি হাতে ঢাকের তালে পা মেলাতে দেখা যায় দু’জনকে।

কিশোরী রেনেকে একটু জড়সড় লাগলেও, ধুনুচি হাতে দিব্যি স্বচ্ছন্দ লেগেছে মা সুস্মিতাকে। চাইলে নৃত্যশিল্পীদেরও টেক্কা দিতে পারেন। পরে নিজেই ইনস্টাগ্রামে ধুনুচি নাচের ভিডিয়ো শেয়ার করেন সুস্মিতা। তাতে লেখেন, ‘‘দুই মেয়ের সঙ্গে শক্তির আরাধনায় সামিল হলাম। ধুনুচি নাচলাম। এ এক অন্যরকম অনুভূতি। প্রার্থনা করি, ধূনোর সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ুক যাতে মানুষের মনে আশা, ভালবাসা এবং করুণার সঞ্চার হয়।’’

#dhunuchinaach 💃🏻😍🎵What a #divine feeling dancing with my babies in celebration of #shakti 😊❤️ May the #incense burn strong & spread #positivity #love #hope & #kindness where ever it flows!!!🙏❤️😍 #notunpollidurgotsav #sharing #happiness #duggadugga 💃🏻🎉😇 I love you guys!!!

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

আরও পড়ুন: সবাই খুব আনন্দ কর, হুল্লোড় হোক…​

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর পোস্টটিতে প্রায় ৭ লক্ষ লাইক পড়ে। বঙ্গ সংস্কৃতির প্রতি তাঁর এমন টানকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

Durga Puja 2018 Durga Puja Celebration Sushmita Sen Dhunuchi Dance Mumbai Durga Puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy