টলিপাড়ার নায়িকারা প্রায় প্রতি দিনই নিজেদের সমাজমাধ্যমের পাতায় কিছু না কিছু ভাগ করে নিতেই থাকেন। সম্প্রতি স্বস্তিকা দত্তের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে তাঁর শরীরচর্চার ভিডিয়ো। আগের চেয়ে আরও বেশি স্বাস্থ্যসচেতন নায়িকা। সবটাই কি কাজের স্বার্থে? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?
অভিমন্যু মুখোপাধ্যায়ের প্রেমের সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সদ্য ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। তা হলে আগামী কোনও চরিত্রের জন্যই কি এত শরীরচর্চা করছেন স্বস্তিকা? এমনিতে অভিনেত্রী যে খুব খেতে ভালবাসেন তা নয়। কিন্তু এখন খাওয়াদাওয়ার ব্যাপারে আরও বেশি সাবধানে থাকতে হচ্ছে স্বস্তিকাকে?
আরও পড়ুন:
সম্প্রতি শ্বাসযন্ত্রে কিছু সমস্যা ধরা পড়েছে অভিনেত্রীর। স্বস্তিকা জানাচ্ছেন, “বাঙালি আর পঞ্জাবি পরিবারে বড় হয়েছি আমি। প্রায় প্রত্যেকটা খাবারে আদা দেওয়া হয়। সেখানে আমার আদা খাওয়া বারণ। এ ছাড়াও অনেক ধরনের খাবার খেতে মানা করেছেন চিকিৎসক। দুধের খাবার খাওয়া পুরো মানা।”
নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চায় আরও মন দিয়েছেন অভিনেত্রী। তবে অনেকসময় কাজের জন্যও বিভিন্ন যোগব্যায়াম করতে হয় তাঁকে। স্বস্তিকা জানিয়েছেন, আমিষ খাবার খেতে তিনি ভালবাসেন। যখনই শুটিং থাকুক না কেন, তাঁর মা ডাল-ভাত হলেও তৈরি করে দেন।