কিছু দিন আগেই বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে তমন্না ভাটিয়ার। তার আগেও কয়েকটি সম্পর্ক ছিল তাঁর। এখন তিনি একাকী। তবে তমন্না মনে করেন, তাঁর জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন।
টানা দু’বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তমন্না। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না তাঁদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তাঁরা। টানা দু’বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এই বিষয়ে তমন্না নিজে কোনও কথা বলেননি এখনও।
সম্প্রতি এক অনুষ্ঠানে তমন্না বলেন, “আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের থেকে আমি নানা ভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই মহিলারা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটা তাঁদের নিজেদের বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। ওঁরাই আপনাকে দেখাবে, আপনি কতটা শক্তিশালী। আমি এটাই বিশ্বাস করি।”
আরও পড়ুন:
কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গেও কথা বলেছিলেন তমন্না। তিনি বলেছিলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুত ভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ, আমাদের এই ভাবেই শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম! কিন্তু এটা তো জীবনেরই অঙ্গ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।”
শোনা যায়, তমন্নার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে বিজয় বর্মার জীবনে এসেছেন আর এক অভিনেত্রী— ফাতিমা সনা শেখ। ফাতিমার সঙ্গে আবার সুসম্পর্ক তমন্নারও। যদিও কেউই এই বিষয়ে এখনও মুখ খোলেননি।