Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Tanusree Chakraborty

Tanusree Chakraborty: ‘অলিম্পিক্সে সোনা জিতেছেন প্রিয়া মালিক!’ টুইটে ভুল তথ্য দিয়ে তোপের মুখে তনুশ্রী

ভারতের হয়ে প্রিয়া সোনা জিতেছেন বটে। কিন্তু তা অলিম্পিক্সে নয়। হাঙ্গেরিতে হওয়া বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায়।

ভুল টুইট করে কটাক্ষের মুখে তনুশ্রী।

ভুল টুইট করে কটাক্ষের মুখে তনুশ্রী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৪:০৭
Share: Save:

টুইটে ভুল তথ্য দিয়ে নেটমাধ্যমে কটাক্ষের মুখে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। রবিবার দুপুরে প্রিয়া মালিককে নিয়ে একটি টুইট করে বিপাকে পড়েন অভিনেত্রী। তনুশ্রী লেখেন, ‘অলিম্পিক্সে প্রিয়া মালিক সোনা জিতেছেন। কী দারুণ ভাবে শুরু হল অলিম্পিক্স! আমাদের দেশের মেয়েরা সোনা এবং মন, দুই-ই জয় করছে।’

টুইটে তনুশ্রীর দেওয়া এই তথ্য আসলে ভুল। ভারতের হয়ে প্রিয়া সোনা জিতেছেন বটে, কিন্তু তা অলিম্পিক্সে নয়, হাঙ্গেরিতে হওয়া বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায়। সোনা জেতার খবর ঠিক দিলেও ভুল প্রতিযোগিতার নাম উল্লেখ করেন তনুশ্রী।

নেটাগরিকরা আক্রমণ করেন তনুশ্রীকে।

নেটাগরিকরা আক্রমণ করেন তনুশ্রীকে।

তনুশ্রী এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই নেটাগরিকরা ভুল তথ্য দেওয়ার জন্য আক্রমণ করেন তাঁকে। ধেয়ে আসে কটাক্ষ। একজন বিদ্রুপ করে লেখেন, ‘আপনি বিজেপি ছাড়লেন কেন? আপনি ওদের সঠিক কর্মী হতে পারতেন।’ অন্য জন লিখলেন, ‘আপনি কি আদৌ অলিম্পিক্স দেখছেন?’ এ ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্যের মাঝেই তনুশ্রীর ভুল শুধরে দিয়ে প্রযোজক রানা সরকার লিখেছেন, ‘উনি অলিম্পিক্সে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিক্সে সোনা পাব।’

বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া। ফাইনালে বেলারুসের সেনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে দেন। প্রিয়ার জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপাতত ভুল তথ্য দেওয়া টুইটটি রয়েছে তনুশ্রীর টুইটারের দেওয়ালে। অভিনেত্রী টুইটটিই সম্পূর্ণ ভাবে মুছে দেবেন, নাকি নিজের ভুল স্বীকার করে তা সংশোধন করে নেবেন, এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Actress Tanusree Chakraborty olympics priya malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE