প্রশ্ন: আপনি বিবাহিতা। কাজ পেতে অসুবিধে হয়?
তৃণা: আমার হয় না। বিয়ে করলে কি আমাকে ৪৫ বছরের মনে হবে, যে কাজ পাব না! তবে করিনা কপূর থেকে কাজল, বিয়ের পর সকলের কাজ কিন্তু কমে গিয়েছে। ওঁরা এ ভাবেই চেয়েছেন, তাই—ই হয়েছে। আমরা যদি পরিবারের কথা ভাবি, তাহলে আমাকে মেনে নিতে যে, দু’বছর আমার কাজ প্রায় হবেই না। ধরুন দেব-রুক্মিনী। ওঁরা এত দিন ধরে সুন্দর সম্পর্কে আছেন। তা হলে কি ওঁদের কাজ কমেছে? ঠিক এরকম সম্পর্কে আমি আর নীলও আছি। হ্যাঁ, আমাদের খাতায় কলমে সই হয়েছে। ওঁদের এখনও হয়নি। এতে কাজ কমে যাওয়া, বা কাজ না পাওয়ার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
প্রশ্ন: ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে নীল-তৃণার সম্পর্ক কেমন আছে? নীলের মহিলা ভক্তদের কী করে সামলান?
তৃণা: সম্পর্ক থাকলে ঈর্ষা কিন্তু থাকবেই। ঝগড়াও হবে। আমরা কিন্তু একে অপরকে কলেজ থেকেই খুব ভাল চিনি। ও কত দূর অবধি যেতে পারে, আমি জানি! আপনার কী মনে হয়, ইন্ডাস্ট্রিতে নীলের সম্পর্কে নিয়ে আমায় কেউ কিছু বলেনি? নীলের সঙ্গে কোথায়, কবে কী হয়েছে? কেন হয়েছে? সব জানি। তবে ওই সব কথার চেয়ে আমার কাছে আমার সম্পর্ক, স্বামী অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে কী বলল? কিছু এসে যায় না। আমাদের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। আমি মনে করি, সম্পর্ক তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। নিজেদের জন্যই নষ্ট হয়।
প্রশ্ন: কাজের কথায় আসি। সিনেমায় কাজের শুরুতেই অরিন্দম শীল, অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন…
তৃণা: আমার ভাগ্য। তবে টেলিভিশন আমায় সব দিয়েছে। আজ আমি যা, তার সবটাই টেলিভিশনের জন্য হয়েছে।
প্রশ্ন: সুস্মিতাকে কেমন লাগছে? ও পরে এসে কিন্তু এগিয়ে যাচ্ছে…
তৃণা: যাক না। এই ইন্ডাস্ট্রিতে আমার ছ’ বছর হল। ও সবে এসছে। খুব ভাল কাজ করছে। আরও করুক। সুস্থ প্রতিযোগিতা তো থাকবেই। শুধু সুস্মিতা কেন? মধুমিতা, স্বস্তিকা সবাই ভাল কাজ করছে। আমি খুব খুশি টেলিভিশন থেকে সিনেমায় নায়িকারা আসছে। শাহরুখ খানও কিন্তু টেলিভিশন থেকেই এসছেন। আর চরিত্রে নয়, এখন সবাই টেলিভিশনের অভিনেতাদের নামে চেনেন। এটাই টেলিভিশনের সাফল্য।
প্রশ্ন: অভিনয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা কী?
তৃণা: আমি শয্যাদৃশ্য করতে পারব না। খুব খোলামেলা দৃশ্যও করব না। আর এই ধরনের কাজের সুযোগ এলেও আমি জানি আমার স্বামী নীলও এটা করবে না।
প্রশ্ন: তাই নীলও করবে না?
তৃণা: না। করবে না। আমি যেমন শয্যাদৃশ্য করব না। নিজেকে সে ভাবে দেখতে চাইব না। তেমনি নীলকেও ওই ভাবে দেখতে পারব না। সম্পর্কের ক্ষেত্রে আমরা সাম্যে বিশ্বাস করি। ও যা করবে না। আমিও করব না। ব্যস!