কার ভাগ্য কী ভাবে ফেরে কে বলতে পারে! ইনিই দিনের পর দিন প্রত্যাখ্যাত হয়েছেন নায়িকা নির্বাচকদের থেকে। জীবনের প্রথম ছবিতেই ব্যর্থ। শুধুই কি পেশাজীবন? ব্যত্তিগত জীবনও তাঁর সুখের নয়। বিচ্ছেদের ব্যথা সয়ে হাসিমুখে একের পর ছবিতে কাজ করে গিয়েছেন। এখন তাঁরই বাজারদর আকাশছোঁয়া।
একটি ছবিতে সাহসী অভিনয় পেশাজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে! নামী নায়কের বিপরীতে চর্চিত দৃশ্যে অভিনয় তাঁকে নিন্দা-প্রশংসা দুইই দিয়েছে। কী ভাবে?
আলোচনা তৃপ্তি ডিমরিকে নিয়ে। ছোট বেলায় সকলেই একটু আধটু অভিনয় করেন। কখনও স্কুলে-কলেজে। কখনও পাড়ার অনুষ্ঠানে। তৃপ্তিও তাই। ছোট বেলায় ‘রামলীলা’য় তিনি ‘সূর্পনখা’! যদিও নায়িকার দাবি, “বাস্তবে আমি ভীষণ শান্ত। অভিনয়ে আসব ভাবিইনি। তবু ভাগ্যে বোধহয় অভিনেত্রী হওয়ার ছিল।”
আরও পড়ুন:
মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখলেও শুরুটা একেবারেই ভাল ছিল না তৃপ্তির। একাধিক সাক্ষাৎকারে নায়িকাই জানিয়েছেন, তিনি ১০ বছর ধরে কোনও নায়িকা নির্বাচকের পরিসরে নজর কাড়তে পারেননি। একের পর এক ‘অডিশন’ দিয়েছেন। প্রত্যেকটিতে ব্যর্থ। তিনি ধৈর্য হারাননি। তৃপ্তির প্রথম ছবি ‘লায়লা মজনু’ ডাহা ফ্লপ। গুঞ্জন, পেশাজীবনের দুর্দিনেই তিনি জড়িয়ে পড়েছিলেন অনুষ্কা শর্মার প্রযোজক ভাই কর্ণেশ শর্মার সঙ্গে। তাঁদের বিয়েও নাকি প্রায় ঠিক। আচমকাই সম্পর্কে দাঁড়ি টানেন তাঁরা। যদিও এই নিয়ে কর্ণেশ বা তৃপ্তি— কেউ মুখে খোলেননি।
এর পরেই তাঁর সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিম্যাল’-যোগ। রণবীর কপূরের সঙ্গে তাঁর সাহসী দৃশ্যে সাড়া ফেলে দিয়েছিল পর্দায়। রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে তিনি। এর পরেই তৃপ্তি ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবিতে কার্তিকের নায়িকা! নায়িকা এখন বলিউডের ৯০০ কোটির ‘কন্যে’। আগামীতে তাঁকে দেখা যাবে শাহিদ কপূরের বিপরীতে। পরিচালক বিশাল ভরদ্বাজও তাঁর আগামী ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন তাঁকে।