Advertisement
E-Paper

অপর্ণা সেন বললেন ‘এ বার কিন্তু বকব। তোমার খারাপ লাগবে’...তারপর?

‘ঘরে বাইরে’-র নায়িকা তুহিনা দাস আনন্দবাজার ডিজিটালকে জানালেন অপর্ণা সেনের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা। ‘ঘরে বাইরে’-র নায়িকা তুহিনা দাস আনন্দবাজার ডিজিটালকে জানালেন অপর্ণা সেনের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১২:২৯
অপর্ণা সেনের ‘ঘরে বাইরে’-তে বৃন্দার চরিত্রে দেখা যাবে তুহিনা দাসকে।— নিজস্ব চিত্র।

অপর্ণা সেনের ‘ঘরে বাইরে’-তে বৃন্দার চরিত্রে দেখা যাবে তুহিনা দাসকে।— নিজস্ব চিত্র।

পার্টিতে প্রথম বলেছিলেন তিনি, ‘‘তোমার অডিশন নেব’’।
সেই পার্টির রাত আজীবনের। কথাটা জানিয়েই ‘আহা আহা কী দিন’ বলে ওঠেন তুহিনা। স্বয়ং অপর্ণা সেন তাঁকে তাঁর আগামী ছবির জন্য ভাবছেন! আর অপর্ণা সেনের রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে এটাই প্রথম কাজ!

‘‘আমার মনে হয়েছিল সেদিনই ছুটে গিয়ে অডিশন দিয়ে ফেলি। তার পর তো এক দিন ডাক এল। সামনে সেই ডিগনিফায়েড লেডি আর সোহাগদি। আমি নার্ভাস...! তবে প্রথম আলাপে এতটাই সহজ করে নিয়েছিল রিনাদি আমিও বেশ কথা বলতে পারলাম’’।
এক নিঃশ্বাসে বলে যাচ্ছেন তুহিনা নাকি বিমলা নাকি বৃন্দা?

‘‘ সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-র বিমলা আমি নই। আমি অপর্ণা সেনের ‘ঘরে বাইরে’-র বৃন্দা। শুধু নাম বদল নয়। চেহারা, ভাষা, সময়ের প্রেক্ষিত সব বদলে গেছে এই ছবিতে।’’ বলছেন তুহিনা দাস।

আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাস নিয়ে পরবর্তী সময়ে সত্যজিৎ রায় ছবি তৈরি করেন। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে নিখিলেশ, বিমলা ও সন্দীপের চরিত্রে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়।
আজকের সময়ে দাঁড়িয়ে নিখিলেশ-বিমলা ও সন্দীপের সম্পর্কের সমীকরণ, পরস্পরের প্রতি আকর্ষণ বদলে তো যাবেই। সেই বদলের প্রতিচ্ছবি উঠে আসবে এই ছবিতে।

আরও পড়ুন: ‘কারা জীবনে গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছি’

অপর্ণার নিখিলেশ অনির্বাণ ভট্টাচার্য। সন্দীপের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। বিমলার চরিত্রে রয়েছেন তুহিনা দাস। ইতিমধ্যেই অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’-এ তুহিনার অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে।
‘ঘরে বাইরে’-র কাহিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই সময়ে দাঁড়িয়ে নিখিলেশ, বিমলা ও সন্দীপের সম্পর্কের সমীকরণের প্রতিচ্ছবি ফুটে উঠবে এই ছবিতে। এ ছবির বিমলা ওরফে বৃন্দা যেমন ছবিতে নিজেই গান করেছেন তেমনি ঝাড়খণ্ড থেকে আসা এক স্বাধীনচেতা নারী চরিত্রে অভিনয় করতে গিয়ে ওখানকার ভাষা, অবাঙালি ডায়ালেক্টে কথা বলেছেন। ‘‘আমি গান শিখতাম, তাই রিনাদি আমায় দিয়েই দু’লাইন ক্লাসিক্যাল গান গাইয়েছেন ছবিতে। দেখা যাক সেটা দর্শকের কেমন লাগে’’ উত্তেজিত তুহিনা। আসলে অপর্ণা সেনের ছবিতে নারী চরিত্র বরাবর এক আলো মুখ হয়ে বেরিয়ে এসেছে। ‘‘এখানে যেমন বৃন্দা প্রথম থেকেই শুধু নিখিলেশের স্ত্রী নয়। তাঁর ছোটবেলা আছে। পলিটিকাল আইডিওলজি আছে। তাঁর সঙ্গে অবশ্যই সম্পর্কের জটিলতা, ত্রিকোণ প্রেমের গল্প আছে।’’ বুঝিয়ে দিলেন তুহিনা।

শুটিং করতে করতে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছিল, বলছিলেন তুহিনা।

অপর্ণা সেনের ইউনিটে কাজ করার কথা জানতে চাওয়ায় তিনি বললেন, ‘‘রিনাদি তাঁর সমস্ত অভিনেতা, অভিনেত্রীদের যে কী অসম্ভব প্যাম্পার করে সেটা ওর সঙ্গে কাজ না করলে বুঝতেই পারতাম না। বকার আগে অবধি বলে দেন ‘‘এ বার কিন্তু আমি বকব। তোমার খারাপ লাগতে পারে। জাস্ট ভাবা যায় না। আর কোন অভিনেতার থেকে ঠিক কী কী চান, তার দাঁড়ানো, কথা বলার ভঙ্গি, সব পরিষ্কার বুঝিয়ে দেন। এক কথায় অসাধারণ। কী মিষ্টি স্বভাব!’’ আবেগ তুহিনার গলায়।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

পরিচালকের মতো তাঁর নায়কদের নিয়েও তিনি আবেগতাড়িত। ‘‘অনির্বাণদার সঙ্গে 'ভূমিকন্যা'-য় কাজ করছি ওর সঙ্গে তো আগে থেকেই অভিনয়ের অভিজ্ঞতা ছিল, কিন্তু যিশুদা যে এত সহজ! এরকম শক্তিশালী অভিনেতা কোনোও স্টার ব্যাগেজ নেই। সারাক্ষণ ফ্লোরে জোকস্ বলছে। হাসাচ্ছে। দারুণ লাগল কাজ করে।’’

আরও পড়ুন: ঋতব্রত-সৌরসেনী কি এই জেনারেশনের অপু-দুর্গা?

ফ্লোরের কাজ শেষ। এ বার ডাবিং-এর পালা। তুহিনার বেশ মন কেমন। শুটিং করতে করতে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছিল। অনির্বাণ-তুহিনা নাকি যিশু-তুহিনা, দর্শকদের কোন জুটি আকর্ষণীয় মনে হবে? এ বিষয়ে নিজে থেকে কিছু বললেন না তুহিনা। শুধু বললেন, ‘‘বৃন্দাকে আসতে দিন। সব বোঝা হয়ে যাবে’’।

আর সকলের মতোই বিমলার বৃন্দা হয়ে ওঠার জার্নি বড় পরদায় দেখার জন্য তিনি দিন গুণছেন।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Celebrity Interview Tuhina Das Aparna Sen Tollywood Celebrities তুহিনা দাস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy