Advertisement
E-Paper

‘সুন্দরী, কিন্তু বুদ্ধি নেই’, নিন্দা শুনেই নিজের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করলেন উর্বশী রৌতেলা?

‘ডাকু মহারাজ’ ছবিতে ৬৪ বছরের অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তার পরেই সইফ আলি খানের উপর হামলার ঘটনাতেও তাঁর মন্তব্যের সমালোচনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪
Urvashi Rautela has reacted to beauty with no brain tag

মোদীর সঙ্গে নিজের তুলনা করলেন উর্বশী। ছবি: সংগৃহীত।

কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রৌতেলার। ‘ডাকু মহারাজ’ ছবিতে ৬৪ বছরের অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তার পরেই সইফ আলি খানের উপর হামলার ঘটনাতেও তাঁর মন্তব্যের সমালোচনা হয়েছে। এমনকি নিন্দকদের দাবি, উর্বশীকে দেখতে সুন্দর হলেও তাঁর বুদ্ধি নেই। যাকে এক কথায় বলা হয়, ‘বিউটি উইথ নো ব্রেন’। এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার দুই প্রিয় তারকা শাহরুখ খান ও সলমন খান। এঁদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়ে না। তা হলেই বলুন, কী করা যায়?”

সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যে। উর্বশীর দাবি, তাঁর ছবি এতটাই সাফল্য পেয়েছে যে, বাবা-মা দামি দামি উপহার দিয়েছেন তাঁকে। তবে সইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলি ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে।

সেই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সইফের উপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনও গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি।

তা ছাড়া ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়েও নিন্দা হয়েছে। সেই নাচকে ‘অশালীন’ বলেও দাবি করেছেন অনেকে। তবে এ সবে কান দিতে নারাজ অভিনেত্রী। তিনি মনে করেন, নরেন্দ্র মোদী বা শাহরুখকেও মানুষ ছাড়ে না। তা হলে তাঁকে কেউ কেন রেহাই দেবে!

Urvashi Rautela Narendra Modi Shah Rukh Khan Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy