অহমদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের সহকারী চালক ক্লাইভ কুন্দর অভিনেতা বিক্রান্ত ম্যাসির খুড়তুতো ভাই, এমনই খবর ছড়িয়েছিল বৃহস্পতিবার। সম্ভবত অভিনেতার শোকবার্তা থেকে তেমনই ধারণা হয়েছিল। সম্পর্ক নিয়ে ভুয়ো খবর ছড়াতেই ফের সমাজমাধ্যমে নিজের বক্তব্য রাখলেন অভিনেতা। জানালেন, বাস্তবে ক্লাইভ বিক্রান্তের তুতো ভাই নন, দীর্ঘ দিনের পারিবারিক বন্ধু। যাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ তিনি।
বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পরেই বলিউডের বাকি তারকাদের মতো সমাজমাধ্যমে শোক জানান বিক্রান্ত। লেখেন, “আহমদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং প্রিয় জনদের জন্য আমার সমবেদনা। আরও বেশি কষ্ট হচ্ছে কারণ, কারণ আমার কাকা ক্লিফোর্ড কুন্দর তাঁর ছেলে ক্লাইভ কুন্দরকে এই দুর্ঘটনায় হারিয়েছেন। ক্লাইভ দুর্ভাগ্যবশতঃ বিমানের সহকারী চালক ছিলেন।”
আরও পড়ুন:
অভিনেতা ‘আমার কাকা’ সম্বোধন করায় সকলেই ধরে নেন, ক্লাইভ তাঁর খুড়তুতো ভাই। ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদেরও যে ‘কাকা’, ‘জেঠা’ সম্বোধন করা হয়, এই ভাবনা চট করে কেউ ভাবেননি। ফলে, অভিনেতার সঙ্গে প্রয়াত বিমানচালকের ভুয়ো আত্মীয়তার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সকলে সান্ত্বনা দিতে থাকেন অভিনেতাকে।
তখনই বিক্রান্ত বুঝতে পারেন, কোথায় ভুল হয়েছে। তিনি ফের সমাজমাধ্যমে বিষয়টি খোলসা করেন। তথ্য যাচাই করে নেওয়ারও অনুরোধ জানান রাখেন সকলের কাছে।