Advertisement
E-Paper

‘ঈশ্বর শক্তি দিন’! অহমদাবাদ বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন বিক্রান্ত ম্যাসে

লন্ডনগামী বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১০ জন বিমানকর্মী এবং দুই চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ২১:৩৪
বিক্রান্ত ম্যাসি।

বিক্রান্ত ম্যাসি। — ফাইল চিত্র।

অহমদাবাদ বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন, জানালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পাঁচ মিনিটের মাথায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই বিমানের সহকারী পাইলট ক্লাইভ কুন্দর বিক্রান্তের তুতো ভাই। ভাইয়ের মৃত্যুতে কাকা এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন ‘টুয়েলভথ ফেল’-এর অভিনেতা।

লন্ডনগামী বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১০ জন বিমানকর্মী এবং দুই চালক। বিমান চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। সহকারী চালকের আসনে ছিলেন ক্লাইভ। সেই খবর জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিক্রান্ত লিখেছেন, ‘‘আজ অহমদাবাদে অকল্পনীয় ট্র্যাজিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। আমার কাকা ক্লিফোর্ড কুন্দর তাঁর পুত্রকে হারিয়েছেন জেনে আরও কষ্ট পেয়েছি। ওই বিমানে প্রথম অফিসার অপারেটিং ছিলেন ক্লাইভ। কাকা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদেরও শক্তি দিন।’’

এআই ১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। তার পরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৩২ যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়। তা ছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে অহমদাবাদে পৌঁছে গিয়েছেন। বিমানটি মেঘানিনগরে একটি মেডিক্যাল কলেজের হস্টেল-ভবনে ভেঙে পড়েছে। সেখানে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

Vikrant Massey Gujarat Pilot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy