Advertisement
E-Paper

ঠাকুরপুকুর-কাণ্ডের জের, বদলে যাচ্ছেন পরিচালক, অভিনেত্রী! পরিবর্তে আসছেন কারা?

ঠাকুরপুকুর-কাণ্ডের জের এ বার ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’য়। ভিক্টো পুলিশি হেফাজতে। তাঁর বদলে দায়িত্ব নিচ্ছেন অন্য পরিচালক। খবর, বদলে যাচ্ছেন অভিনেত্রীও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৭:১৮
‘ভিডিয়ো বৌমা’য় ঋতুপর্ণা সেনের জায়গায় আসছেন কে?

‘ভিডিয়ো বৌমা’য় ঋতুপর্ণা সেনের জায়গায় আসছেন কে? ছবি: সংগৃহীত।

ঠাকুরপুকুর দুর্ঘটনায় অভিযুক্ত সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো এই মুহূর্তে পুলিশি হেফাজতে। বৃহস্পতিবার দুপুর আড়াইটের পর আলিপুর দায়রা আদালতে ফের পেশ করা হবে তাঁকে। তার আগেই বড় রদবদল ভিক্টো পরিচালিত ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’য়। খবর, অভিযুক্তের জায়গায় ধারাবাহিক পরিচালনা করবেন রূপক দে। তিনি এর আগে ‘মিঠাই’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। এখানেই শেষ নয়। বদলে যাচ্ছেন ধারাবাহিকের আরও এক অভিনেত্রী ঋতুপর্ণা সেনও। তাঁর জায়গায় কে আসছেন, এখনও জানা যায়নি। একই ভাবে সম্ভবত চাকরি হারাতে চলেছেন ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুও। খবর, পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসতে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন বেসরকারি চ্যানেল কর্তৃপক্ষ।

রবিবার মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পাঁচ পথচারীকে জখম করেছেন ভিক্টো। মৃত্যু হয়েছে একজনের। খবর, শনিবার রাত থেকে ভোর পর্যন্ত তিনি নৈশ জমায়েতে মেতে ছিলেন। সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋ সেনগুপ্ত, অভিনেতা আরিয়ান ভৌমিক, সংশ্লিষ্ট চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। এঁরা প্রত্যেকে ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’র সঙ্গে যুক্ত। ভিক্টো যখন গা়ড়ি চালাচ্ছিলেন তখনও সেই গাড়িতে ছিলেন অভিনেত্রী এবং প্রযোজক। ঋ ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও শ্রিয়াকে মত্ত অবস্থায় আটক করে পুলিশ। পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এই খবর প্রথম দিয়েছিল আনন্দবাজার ডট কম।

সেই খবর চাউর হতেই সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন ছোট পর্দার একদল অভিনেতা। তাঁদের দাবি, এঁরা ঘাতক না হলেও ঘাতকের সঙ্গে ছিলেন। মানবিকতার দিক থেকে বিচার করলে এঁদের কাউকে আর ধারাবাহিকে ফিরতে দেওয়া উচিত না। তাঁদেরও শাস্তি কাম্য। প্রশ্নও তুলেছেন, ভিক্টোর সঙ্গে যাঁরা গাড়িতে ছিলেন তাঁরা কেন পরিচালককে মত্ত অবস্থায় গাড়ি চালানোয় বাধা দিলেন না? পরিচালক কথা না শুনলে তাঁরাই বা কেন গাড়ি থেকে নেমে গেলেন না? এ প্রসঙ্গে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মত, অভিযুক্ত এবং তাঁর সঙ্গীদের যেন আর কাজ না দেওয়া হয়। ভাস্বর চট্টোপাধ্যায়, রূপা ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য, তৃণা সাহা আনন্দবাজার ডট কমকে জানান, লজ্জায় তাঁদের মাথা কাটা যাচ্ছে। ঋতুপর্ণাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

Rituparna Sen Victo Das
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy