বলিউডে একের পর এক অভিনেত্রী মা হওয়ার খবর শুনিয়েছেন। এ বার টলিপাড়ায় বছরের শুরুতে বাবা-মা হতে হলেন অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী।
মিষ্টি হাসির সুন্দরী অদিতিকে বাংলা চিনেছে কীর্তনের সুরে। ২০১৮ সালে অদিতির সঙ্গে দেবরাজের বিয়ে হয়। সঙ্গীতশিল্পী হওয়ার পাশাপাশি তিনি রাজারহাট-গোপালপুরের বিধায়কের দায়িত্বও সামলাচ্ছেন। ২০১৮ সালে তৃণমূলের পুরপিতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন। বিয়ের প্রায় সাত বছরের মাথায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। পুত্রসন্তানের মা হলেন অদিতি। রবিবার সকাল ১০টা নাগাদ সন্তানের জন্ম দিলেন গায়িকা তথা বিধায়ক।
বেশ কিছু দিন ধরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। অদিতিকে শেষ দেখা গিয়েছিল জ়ি বাংলা সোনার চ্যানেলে একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায়।