Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Aditya Narayan

Aditya Narayan-Shweta Agarwal: অন্তঃসত্ত্বা শ্বেতা, বাবা হবেন আদিত্য নারায়ণ, ছবি দিয়ে সুখবর উদিত-পুত্রের

ছবিতে শ্বেতার শরীরে অন্তঃসত্ত্বা হওয়ার আভাস স্পষ্ট। আদিত্য লিখলেন, ‘খুব তাড়াতাড়ি বাবা-মা হতে চলেছি আমরা। শ্বেতা এবং আমি খুবই উত্তেজিত।’

অভিভাবক হতে চলেছেন শ্বেতা-আদিত্য

অভিভাবক হতে চলেছেন শ্বেতা-আদিত্য

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১২:৩৫
Share: Save:

দাম্পত্যের এক বছর পেরোতেই সুখবর দিলেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। তাঁর স্ত্রী অভিনেত্রী শ্বেতা অগ্রবাল অন্তঃসত্ত্বা। খুব তাড়াতাড়ি অভিভাবক হতে চলেছেন তারকা-দম্পতি। সোমবার ইনস্টাগ্রামে নিজেদের ছবি দিয়ে সে কথা জানালেন গায়ক।

ছবিতে শ্বেতার শরীরে অন্তঃসত্ত্বা হওয়ার আভাস স্পষ্ট। ছবি দিয়ে আদিত্য লিখলেন, ‘খুব তাড়াতাড়ি বাবা-মা হতে চলেছি আমরা। শ্বেতা এবং আমি খুবই খুশি।’

সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে আদিত্য বললেন, ‘‘এ বার শ্বেতার দায়িত্ব আরও বেড়ে যাবে। আমিও শিশুর মতোই। আমাকেও সামলাতে হয়। কিছু দিন আগেই আমরা একটি পোষ্য নিয়েছি। তার পরেই সন্তান আসার অপেক্ষা। যা বুঝতে পারছি, কয়েক দিনের মধ্যেই আমাদের বাড়ি কোলাহলে ভরে উঠবে।’’

আদিত্য জানালেন, তাঁর বাবা উদিত নারায়ণ এবং মা দীপা নারায়ণ ঝা অত্যন্ত উত্তেজিত। পরিবারে নতুন সদস্য আসবে বলে কথা! দাদু-দিদার ভূমিকা পালন করার জন্য মুখিয়ে আছেন দু’জনেই। যদিও আদিত্যের কথায় জানা গেল, নিজের অনুভূতির কথা মন খুলে বলতে পারেন না উদিত। ছেলের মতোই তিনিও বেশ লাজুক।

কন্যাসন্তানের বাবা হতে চান আদিত্য। তাঁর মতে, মেয়েরা বাবার বেশি আদুরে হয়। নিজের স্ত্রী-সন্তানকে সুন্দর জীবন উপহার দেওয়ার জন্যই গত কয়েক মাসে অনেক পরিশ্রম করেছেন বলে জানালেন আদিত্য। তাই জন্যই পর পর একাধিক রিয়েলিটি শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে গায়ককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aditya Narayan Shweta Agarwal Udit Narayan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE