জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ছিলেন আদনান সামি। বলিউডে পাকাপাকি জায়গা তৈরি করেন তিনি। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পান। তাই তাঁকে দেশ ছাড়ার কথা বলতেই চটে যান আদনান। কিন্তু, কেন তাঁকে ভারত ছাড়তে বলা হল?
পহেলগাঁও কাণ্ডের পর ভারত সরকার ঘোষণা করেছিল, ২৬ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে সমস্ত পাকিস্তানিদের। এই ঘোষণার পরেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ হুসেন প্রশ্ন তোলেন, “আদনান সামির কী হবে? তিনি ভারত ছাড়বেন না?” সেই সময় গর্জে ওঠেন আদনান। এ বার একেবারে পাকশিল্পীদের নিয়ে সরব হলেন গায়ক।
আরও পড়ুন:
পহেলগাঁও কাণ্ডের পর পাক-শিল্পীদের যাতায়াত পুরোপুরি বন্ধ এই দেশে। এ বার সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে আদনান বলেন, ‘‘রাজনীতি নিজের জায়গায়, আর দেশভক্তি তার জায়গায়। এক শিল্পীর যেমন রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, তেমনই একজন শিল্পী সবসময় তাঁদের দেশের জন্যই কাজ করবে।’’ শিল্পী ও শিল্পের যে ভৌগোলিক সীমানা থাকা উচিত, মানেন আদনান। তাঁর কথায়, ‘‘আমি এমন কাউকে নিজের বাড়িতে থাকতে দেব না, যে আমার ক্ষতি করবে। আমার দেশ, আমার বাড়ি। যে শিল্পী পৃথিবীর যে প্রান্তে বাস করেন, সেটাই তাঁর বাড়ি। এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব তাঁরও। তাই তাঁকে সম্মান করুন।’’