Advertisement
E-Paper

মুখের চিউইং গাম প্রেমিকাকে ছুড়ে মারলেন! অস্কারে অদ্ভুত কাণ্ড, কটাক্ষের শিকার অভিনেতা

সোমবার ৯৭তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা এড্রিয়ান ব্রডি। কিন্তু তাঁর আচরণ ভাল চোখে দেখলেন না নেটাগরিকদের একাংশ।

Adrien Brody throws chewed gum at girlfriend Georgina Chapman before accepting best actor award at Oscars 2025

(বাঁ দিকে) অস্কার মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার হাতে এড্রিয়ান ব্রডি। জর্জিনা চ্যাপম্যান (ডান দিকে)। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৭:১২
Share
Save

৯৭তম অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন এড্রিয়ান ব্রডি। কিন্তু পুরস্কার নিতে মঞ্চে ওঠার আগে তাঁর একটি কাজ ঘিরে শুরু হয়েছে জল্পনা। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন অভিনেতা।

সমাজমাধ্যমে এড্রিয়ানের যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, নাম ঘোষণার পর মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেতা। তখন তাঁর মুখে ছিল চিউইং গাম। কিন্তু মঞ্চে ওঠার আগে এড্রিয়ান ঘুরে দাঁড়ান। তার পর মুখ থেকে চিউইং গাম বের করে প্রেমিকা জর্জিনা চ্যাপম্যানের দিকে তা ছুড়ে মারেন অভিনেতা। জর্জিনাও এগিয়ে এসে সেই ক্যাচ লুফে নেন! এই ঘটনার পরেই সমাজমাধ্যমে অভিনেতার বিরুদ্ধে নানা তির্যক মন্তব্য ধেয়ে এসেছে।

ভিডিয়োটি দেখে এক নেটাগরিকের মন্তব্য, ‘‘তিনি চাইলে চিউইংগামটি পকেটে রাখতে পারতেন। জর্জিনার দিকে ছুড়ে দিলেন কেন?’’ অন্য এক অনুরাগী লেখেন, ‘‘সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করার আগে একজন মহিলাকে এই ভাবে অপমান করলেন কেন?’’ সোমবার পুরস্কার নেওয়ার পর দীর্ঘ বক্তৃতা করেন এড্রিয়ান। সেই প্রসঙ্গ টেনে একজন লেখেন, ‘‘তিনি ভদ্রতা জানলে বক্তৃতার মাঝেই জর্জিনার কাছে ক্ষমা চেয়ে নিতে পারতেন।’’

তবে এই অদ্ভুত ঘটনায় অনেকেই আবার এড্রিয়ানকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, অভিনেতা নেহাতই প্রেমিকার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে ঘটনাটি ঘটিয়েছেন। তা না হলে নিশ্চয়ই জর্জিনা এগিয়ে এসে ব্যবহার করা চিউইং গামটিকে ধরতেন না। যদিও এই ঘটনায় দু’বারের অস্কারজয়ী এড্রিয়ান এখনও কোনও মন্তব্য করেননি।

তবে এখানেই শেষ নয়। অস্কারের লাল গালিচায় সোমবার অভিনেত্রী হ্যাল বেরিকে চুম্বন করতে দেখা গিয়েছে এড্রিয়ানকে। যা দেখার পরেই অনেকের মনেই ২০০৩ সালে অস্কারের স্মৃতি ফিরে এসেছে। সে বছর বিনা অনুমতি নিয়েই হ্যালকে অস্কার মঞ্চে চুম্বন করে করেন এড্রিয়ান। তবে এ বারে অবশ্য দুই অভিনেতাই বিষয়টি নিয়ে সহজ ছিলেন।

Oscars 2025 The Academy Winners Bizzare

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}