Advertisement
E-Paper

অস্কার মঞ্চে ‘আনোরা’র দাপট, বাকিরা কে কোথায়? জেনে নিন এক নজরে

সোমবার সকালে ৯৭তম অ্যাকেডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে একাধিক বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। কাদের মুকুটে উঠল সেরার পালক?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:১৯
(বাঁ দিক থেকে) এড্রিয়েন ব্রডি, শঁ বেকার এবং মাইকি ম্যাডিসন।

(বাঁ দিক থেকে) এড্রিয়েন ব্রডি, শঁ বেকার এবং মাইকি ম্যাডিসন। ছবি: রয়টার্স।

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে কারও ভাগ্যে শিকে ছিঁড়ল, তো কেউ ফিরলেন হতাশা নিয়ে। চলতি বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ়’। তবে পুরস্কারের নিরিখে শুরু থেকেই অস্কার মঞ্চে দাপট দেখাল শঁ বেকার পরিচালিত ছবি ‘আনোরা’।

ব্রুকলিনের এক অল্পবয়সি দেহপোজীবিনীকে নিয়ে ‘আনোরা’ ছবির আবেগঘন গল্প মুক্তির পরেই দর্শকের মন ছুঁয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ মোট পাঁচটি বিভাগে অস্কার পেয়েছে ছবিটি। অন্য দিকে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন এড্রিয়েন ব্রডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে চলে আসা এক দম্পতির আমেরিকায় ভাগ্যান্বেষণ এই ছবির প্রেক্ষাপট। সেরা সঙ্গীত এবং সেরা সিনেম্যাটোগ্রাফির অস্কারও এসেছে ছবির ঝুলিতে।

এ বারের অস্কারে এড্রিয়েন ব্রডি এবং মাইকি ম্যাডিসনের আবেগঘন বক্তৃতা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। ২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন এড্রিয়েন। দ্বিতীয় বার আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। জৌলুস এবং খ্যাতি যে তারকা-জীবন থেকে কোনও দিন হারিয়ে যেতে পারে, সে কথাই তাঁর বক্তৃতায় মনে করিয়ে দিয়েছেন এড্রিয়েন। অন্য দিকে, মাইকি তাঁর বক্তৃতায় ধন্যবাদ জানান যৌনকর্মীদের।

Los Angeles Fire Department members appear onstage for a tribute during the Oscars show

অস্কার মঞ্চে লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের কর্তারা। ছবি: রয়টার্স।

বছরের শুরুতেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস। তার পর অনেকেই দাবি তোলেন চলতি বছরে অস্কারের মূল অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার। কিন্তু তার পরেও অনুষ্ঠান করার সিদ্ধান্তে অনড় ছিলেন অস্কার কর্তৃপক্ষ। সোমবার ডলবি থিয়েটারে অস্কার মঞ্চে লস অ্যাঞ্জেলেসের দমকলবাহিনীকে সম্মান জানানো হল। মঞ্চে ‘বীর যোদ্ধা’দের দেখে প্রেক্ষাগৃহ করতালিতে ভেসে গিয়েছে।

চলতি বছরে ভারত থেকে একমাত্র মনোনয়ন পেয়েছিল গুণীত মঙ্গা এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অনুজা’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে হেরে যায়। তবুও ‘অনুজা’র সফরকে সমাজমাধ্যমে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অস্কার মঞ্চে আর কারা পুরস্কৃত হলেন রইল চার্টে—

Anora to Emilia Perez full list of winners for the Oscars 2025

ছবি: রয়টার্স।

Oscars 2021 Academy Awards Winners
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy